ইউরেনিয়ামোত্তর মৌল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্ত ...
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
১ নং লাইন:
{{Unreferenced|date=মার্চ ২০১০}}
 
যেসব মৌল [[পর্যায় সারণী|পর্যায় সারণীতে]] ইউরেনিয়ামের পরে অবস্থিত অর্থাৎ যাদের পারমানবিক সংখ্যা ৯২ এর অধিক তাদেরকে '''ইউরেনামোত্তর মৌল''' বলা হয়। এদের মধ্যে ১১৮ (Uuo-Ununoctium) পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌল পর্যন্ত মোট ২৬টি মৌল আবিষ্কৃত হয়েছে। তবে ১১১ থেকে ১১৮ পর্যন্ত মৌলগুলোর জন্য এখনও [[ইউপ্যাক]] নাম নির্ধারণ করা হয়নি, বিজ্ঞানীরা এগুলোর আবিষ্কারের দাবী করেছেন মাত্র।
 
== ইউরেনামোত্তর মৌলের তালিকা ==
৩১ নং লাইন:
# ইউনানসেপ্টিয়াম - Uus (১১৭)
# ইউনানঅক্টিয়াম - Uuo (১১৮)
১১১ থেকে ১১৮ পর্যন্ত মৌল গুলোর ইউপ্যাক নাম নেই।
 
এদের মধ্যে ১১টি মৌল অর্থাৎ [[নেপচুনিয়াম]] থেকে [[লরেনসিয়াম]] পর্যন্ত মৌলগুলো [[অ্যাক্টিনাইড]] সিরিজের অন্তর্ভুক্ত। অন্য মৌলগুলো যাদের পারমানবিক সংখ্যা ১০৩ এর অধিক তাদেরকে [[ট্রান্সঅ্যাক্টিনাইড মৌল]] বলা হয়। সকল ইউরেনামোত্তর মৌলসমূহ অস্থিতিশীল এবং [[তেজস্ক্রিয়তা|তেজস্ক্রিয়তার]] কারণে ক্ষয়শীল। এদের [[অর্ধায়ু]] লক্ষ লক্ষ বছর থেকে শুরু করে কয়েক সেকেন্ড পর্যন্ত হতে পারে।
 
এই মৌল সমূহের মধ্য কেবল দুটি প্রকৃতিতে পাওয়া যায়। এ দুটি হল [[নেপচুনিয়াম]] এবং [[প্লুটোনিয়াম]]। বাকিগুলো নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়েছে। এই মৌলগুলো নিয়ে গবেষণার ফলে মৌলের অনেক গাঠনিক বৈশিষ্ট্য আবিষ্কার করা সম্ভব হয়েছে এবং পরবর্তী মৌল সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা সম্ভব হয়েছে। এতে ধারণা করা হচ্ছে যে সর্বোচ্চ পারমানবিক সংখ্যাবিশিষ্ট মৌলটির পারমিনবিক সংখ্যা ১৭০ থেকে ২১০ এর মধ্যে হবে।
 
 
== উৎস ==