সেবাস্তিয়ান পিনেরা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
৩৭ নং লাইন:
 
== প্রারম্ভিক জীবন ==
জোস পিনেরা কারভালো ও মাগদালেনা একেনিকে রোজাস দম্পতির সন্তান সেবাস্তিয়ান পিনেরা সান্তিয়াগো ডি চিলিতে জন্মগ্রহণ করেন। মারিয়া মাগদালেনা, জোস ম্যানুয়েল, জুয়াও পাবলো, জোস মিগুয়েল ও মারিয়া তেরেসা নামীয় তাঁর ভাই-বোন রয়েছে।
 
জন্মের একবছর পরই পিনেরা’র পরিবার [[বেলজিয়াম|বেলজিয়ামে]] চলে যান। সেখান থেকে [[জাতিসংঘ|জাতিসংঘে]] চিলির [[রাষ্ট্রদূত|রাষ্ট্রদূতের]] দায়িত্ব পালনের সময় তাঁর বাবা [[নিউইয়র্ক সিটি|নিউইয়র্ক সিটিতে]] বসবাস করেন। ১৯৫৫ সালে চিলিতে ফিরে কোলজিও ডেল ভার্বো ডিভিনো (ডিভাইন ওয়ার্ড কলেজ)-এ অধ্যয়ন করেন। সেখানেই ১৯৬৭ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেন।<ref>{{es}} Universia [http://www.universia.cl/portada/actualidad/noticia_actualidad.jsp?noticia=120078 Sebastián Piñera Perfil]</ref> ১৯৭১ সালে ব্যবসায় ও প্রশাসনে পন্টিফিকাল ক্যাথলিক ইউনিভার্সিটি অব চিলি থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। অধ্যয়ন থাকাকালীন প্রত্যেক শ্রেণী থেকে সেরা ছাত্র হিসেবে [[রাউল আইভার অক্সলি প্রাইজ]] পান।<ref>{{es icon}} {{Citation |url=http://diario.elmercurio.cl/detalle/index.asp?id=44b683ae-0698-4b29-a37e-54adbab1d7d3 |work=El Mercurio |title=Caminos cruzados }}.</ref>
৪৪ নং লাইন:
 
== রাজনৈতিক জীবন ==
পিনেরা সংসদীয় নির্বাচনী জোট [[কোয়ালিশন ফর চেঞ্জ]]-সহ রাষ্ট্রপতি নির্বাচনের নেতা। আগস্ট, ২০০৯ সাল থেকে মধ্য-বামপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত [[এদুয়ার্দো ফ্রেই রুইস-তাগ্‌লে]], [[মার্কো এনরিকুয়েজ-ওমিনামি]] ও [[জর্জ আরাতে|জর্জ আরাতে’র]] সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
১৩ ডিসেম্বর, ২০০৯ তারিখে প্রথম পর্যায়ের নির্বাচনে পিনেরা ৪৪.০৫% ভোট পান। ২৯.৬% ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এদুয়ার্দো ফ্রেই রুইস-তাগ্‌লে। কোন প্রার্থীই মোট [[ভোট|ভোটের]] অর্ধেকের বেশী না পাওয়ায় চিলিবাসী পুণরায় ভোট দেয়। ১৭ জানুয়ারি, ২০১০ তারিখে অনুষ্ঠিত ২০০৯-১০ সালের চিলির রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।<ref>{{Citation |url=http://online.wsj.com/article/SB126075115772389867.html |newspaper=[[Wall Street Journal]] |title=Billionaire Leads Chile Election |date=March 28, 2010 |first=Matt |last=Moffett }}</ref> তারপর ১৭ জানুয়ারি শপথ গ্রহণ শেষে ১১ মার্চ, ২০১০ তারিখ রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্ব নেন। <!-- == রাষ্ট্রপতি নির্বাচন == -->
 
== ব্যক্তিগত জীবন ==
স্নাতক পাশ করে ১৯৭১ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত শিক্ষকতা পেশায় ছিলেন পিনেরা। ১৯৭১ সালে [[চিলি বিশ্ববিদ্যালয়|চিলি বিশ্ববিদ্যালয়ের]] স্কুল অফ ইকোনমিক্সে অর্থনৈতিক রাজনৈতিক তত্ত্বের অধ্যাপনা করেন। ১৯৭২ সালে ভালপারাইজো বিজনেস স্কুলে চলে যান।<ref>[http://biografias.bcn.cl/pags/biografias/detalle_par.php?id=226 (Spanish) "Sebastián Piñera Echeñique — Senador", Reseñas parlamentarias — Biblioteca del Congreso Nacional de Chile]</ref> এছাড়াও, পন্টিফিকাল ক্যাথলিক ইউনিভার্সিটি অব চিলি এবং অ্যাডল্ফো ইবানিজ ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয়ের অধ্যাপক ছিলেন।
 
১৯৭৩ সালের ডিসেম্বরে পিনেরা [[সেসিলিয়া মোরেল]] নামীয় এক রমণীর পাণিগ্রহণ করেন। সান্তিয়াগো’র আভেনিডা আমেরিকো ভোসপোসিও এলাকায় উভয়ে প্রতিবেশী ছিলেন। তাঁদের সংসারে চার সন্তান - মাগদালেনা (১৯৭৫), সেসিলা (১৯৭৮), সেবাস্তিয়ান (১৯৮২) ও ক্রিস্টোবাল (১৯৮৪) রয়েছে।<ref>[http://www.gobiernodechile.cl/presidente/en/ http://www.gobiernodechile.cl/presidente/en/]</ref>