বাত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
১৪ নং লাইন:
| MeshID = D001168
}}
'''বাত''' ({{lang-en|Arthritis}}) (গ্রীক arthro - ,সন্ধি + –itis, প্রদাহ) হল মূলত অস্থিসন্ধির প্রদাহ যা এক বা একাধিক অস্থি সন্ধিকে আক্রান্ত করে। এটা শিল্পোন্নত দেশে ৫০-৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সের মানুষের অক্ষমতা মূল কারণ।<ref name="Medical News Today">{{cite web|url=http://www.medicalnewstoday.com/articles/7621.php |title=What is Arthritis? What Causes Arthritis? |publisher=Medical News Today |date= |accessdate=২০১৩-১২-২৮}}</ref>
বাত (আর্থ্রাইটিস) কথাটি ব্যাপক অর্থবহ এবং বহুদূর পর্যন্ত প্রসারিত। এটি একটিমাত্র রোগ নয় বরং একই পরিবারভুক্ত অনেকগুলো রোগের সমষ্টি। প্রায় ১০০টি বিভিন্ন ধরনের রোগ নিয়ে হয় বাতরোগ। এই রোগে প্রধানত অস্থিসন্ধি আক্রান্ত হলেও হাড়ের প্রদাহ, ক্ষয় রোগ, লিগামেন্ট ও টেন্ডনের ব্যথা, মাংসপেশীর ব্যথা,মেরুদণ্ডের প্রদাহ, ক্ষয়, আড়ষ্ঠতা এগুলোও বাতরোগের পর্যায়ে পরে।
 
 
== প্রকারভেদ ==
৩০ ⟶ ২৯ নং লাইন:
# [[আম বাত]]/আর্টিকেরিয়া/এলারজি(Urticaria)
# [[বাতজর]] (Rheumatic Fever)
# সংক্রামক বাত/সেপটিক আর্থ্রাইটিস
 
এছাড়াও ঘাড়ের বাত(Stiff Neck), [[স্কন্ধবাত]] (Omalgia), [[পার্শ্ববাত]] (Pleurodynia) এগুলোও বাত রোগের আওতার মধ্যে পরে।<ref>{{cite web|url=http://orthopedics.about.com/od/arthritis/f/arthritis.htm |title=Types of Arthritis &#124; What are the Different Types of Arthritis |publisher=Orthopedics.about.com |date=2008-12-22 |accessdate=২০১৩-১২-২৮}}</ref>
 
 
৫৪ ⟶ ৫২ নং লাইন:
# ওজন কমে যাওয়্‌
# পেশীর ব্যথা ও দুর্বলতা,
# পরিমিত ঘুম না হওয়া।
 
== রোগতত্ত্ব ==
৬২ ⟶ ৬০ নং লাইন:
# সঞ্চালনক্ষম অস্থিসন্ধি/সাইনোভিয়াল অস্থিসন্ধি/ গহব্বরযুক্ত অস্থিসন্ধি
 
শরীরের ভিতরের সচল অস্থিসন্ধিসমূহে যেমন হাত পায়ের আঙ্গুল,হাঁটু, কব্জি, গোড়ালি ইত্যাদিতে যে হাড়দ্বয় যুক্ত থাকে তাদের যুক্তপ্রান্তে তরুনাস্থি(Cartilage) থাকে। এই তরুনাস্থি হাড়দ্বয়ের সঞ্চালনজনিত ঘর্ষণ প্রতিহত করে। ফলে দৈনন্দিন জীবনে স্বাভাবিক অস্থিসন্ধি সঞ্চালন হয় বেদনাহীন। কোন কারনে তরুনাস্থির অবক্ষয় হলে তা অস্থিসন্ধির সঞ্চালনে যন্ত্রণা সৃষ্টি করে।<ref>{{cite web|url=http://www.medicalnewstoday.com/articles/7621.php |title=What is Arthritis? What Causes Arthritis? |publishername="Medical News Today |date= |accessdate=২০১৩-১২-২৮}}<"/ref>
 
এই অস্থিসন্ধিগুলো আবার এক বিশেষ ধরনের ঝিল্লীদ্বারা আবৃত থাকে এবং অন্তঃস্থ অংশটি ঝিল্লীর রস বা সাইনোভিয়াতে পরিপূর্ণ থাকে। এই রস অস্থি, তরুনাস্থির পুষ্টি যোগায়। আর লিগামেন্ট মাংসপেশীর সাথে অস্থিগুলোকে সংযুক্ত করে। বাত রোগে এই ঝিল্লী, ঝিল্লীর রস, লিগামেন্টও বিভিন্নভাবে যেমন শরীরের প্রতিরক্ষা উপাদান, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদির দ্বারা আক্রান্ত হয়ে থাকে।
 
 
== চিকিৎসা ==
 
অস্থিসংযোগ গ্রন্থি প্রদাহ (Osteoarthritis), [[সন্ধিবাত]] (Rheumatoid Arthritis) ও [[এঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস]] (Ankylosing Spondylitis) এর কোন প্রতিকার নেই। অন্যান্য বাতরোগে চিকিৎসা নির্ভর করে রোগের ধরনের উপর যার মধ্যে আছে ফিজিওথেরপি, জীবনধারন পদ্ধতির পরিবর্তন, ব্যায়াম, ওষুধ প্রয়োগ ইত্যাদি।
 
এসকল চিকিৎসা রোগের লক্ষণ ও উপসর্গের উন্নতি সাধনের সাথে সাথে রোগের বিস্তারকেও সীমিত করে।
'https://bn.wikipedia.org/wiki/বাত' থেকে আনীত