মোহাম্মদ তোয়াহা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:১৯৮৭-এ মৃত্যু যোগ হটক্যাটের মাধ্যমে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১ নং লাইন:
'''মোহাম্মদ তোয়াহা''' ( {{lang-en|Mohammad Toaha}} ) ছিলেন [[বাংলা ভাষা আন্দোলন| ভাষা আন্দোলনের]] একজন সক্রিয় কর্মী এবং রাজনীতিবিদ। এই আন্দোলনের সময় তাকে অন্যমত একজন ছাত্র নেতা হিসাবে বিবেচনা করা হতো।<ref>আল হেলাল, বশির, "ভাষা আন্দেলনের ইতিহাস, আগামী প্রকাশনী, পিপি 623 ISBN 984-401-523-5</ref>
 
মোহাম্মদ তোয়াহা [[নোয়াখালী জেলা|নোয়াখালী]] জেলার লক্ষিপুরের কুশাখালি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি [[কলকাতা বিশ্ববিদ্যালয়|কলকাতা বিশ্ববিদ্যালয়ের]] অধীনে ১৯৩৯ সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেন। পরে ১৯৪৮ সালে তিনি রাষ্ট্র বিজ্ঞানে তিনি এমএ সম্পনন করেন।
৭ নং লাইন:
রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি এর একজন নেতা হিসেবে, তোয়াহা সরকারের সাথে সকল ধরনের বৈঠকে অংশ নিতেন। তিনি [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] ফজলুল হক হলের ভিপি ছিলেন। যখন [[মোহাম্মদ আলী জিন্নাহ]] সেখানে এসেছিলেন, তোয়াহা তাকে তাদের ভাষা চাহিদা সম্পর্কে একটি স্মারকলিপি পেশ করেছিলেন। সরকার যখন আরবি স্ক্রিপ্ট ব্যবহার করে বাংলা লেখার জন্য প্রচারনা চালাচছিল তখন তনি এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। [[সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ|সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদে]] তিনি যুব লীগের সংবাদদাতা ছিলেন। ১৯৫২ সালের শেষের দিকে ছাত্র রাজনীতিতে যুক্ত থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি দুই বছর পরে মুক্তি পান এবং ১৯৫৪ সালের নির্বাচনে অংশগ্রন করেছিলেন যেখানে [[যুক্তফ্রন্ট]] জয়ী হয়েছিল। প্রাদেশিক পরিষদ সদস্য হিসেবে তিনি নির্বাচিত হন <ref>আহমেদ, মনোয়ার, "ভাষা আন্দোলনের সচিত্র দলিল", পিপি 29. ISBN 984-401-147-7</ref>।
 
== মৃত্যু ==
[[২৯ নভেম্বর]] [[১৯৮৭]] সালে মোহাম্মদ তোয়াহা মারা যান।
 
== তথ্যসূত্র ==
<references></references>