বেলাল আহমেদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
উইকিফাই
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
২০ নং লাইন:
'''বেলাল আহমেদ''' ({{lang-en|'''Belal Ahmed'''}}), [[১৯৫০]] সালের [[২৪ নভেম্বর]], [[ঢাকা জেলা|ঢাকার]] হাতিরপুলে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান [[চলচ্চিত্র পরিচালক|চলচ্চিত্র নির্মাতা]]। তিনি ১৯৬৭ সালে পরিচালক নজরুল ইসলামের সাথে [[স্বরলিপি]] ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এবং ১৯৭৯ সালে [[নাগরদোলা (চলচ্চিত্র)|নাগরদোলা]] চলচ্চিত্রটি পরিচালনার মধ্যে দিয়ে পূর্ণ-পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।<ref name=TS-Belal>[http://www.samakal.com.bd/details.php?news=28&view=archiev&y=2010&m=10&d=17&action=main&menu_type=tabloid&option=single&news_id=100349&pub_no=484&type= সামাজিক প্রতিবন্ধীদের সংগ্রাম]</ref> তিনি তাঁর দীর্ঘ চলচ্চিত্র জীবনে মোট নয়টি চলচ্চিত্র নির্মান করেছেন। সর্বশেষ তিনি [[মাহমুদুল হক|মাহমুদুল হকের]] 'মাটির জাহাজ' [[উপন্যাস]] অবলম্বনে ''অনিশ্চিত যাত্রা'' নামে একটি চলচ্চিত্র নির্মানের কাজ শুরু করেছেন।<ref>[http://www.kalerkantho.com/~dailykal/?view=details&type=gold&data=Hotel&pub_no=240&cat_id=1&menu_id=54&news_type_id=1&index=2&archiev=yes&arch_date=31-07-2010 'অনিশ্চিত যাত্রা'র শুটিং শেষ]</ref>
 
== সংক্ষিপ্ত জীবনী ==
বেলাল আহমেদের জন্ম ঢাকার হাতিরপুলে [[১৯৫০]] সলের [[২৪ নভেম্বর]]। তাঁর বেড়ে উঠাও ঢাকাতেই, তিনি ছোট বেলা থেকেই বিনোদন সংস্থা গুলোর সাথে জড়িত। তিনি শিশু শিল্পী হিসেবে প্রায় সাতটি প্রামান্য চিত্রে কাজ করেছেন। এবং ষাটের দশকের প্রথম দিকে ততকালীন [[পূর্ব পাকিস্তান]] আমলে ''কাজী জহির'' পরিচালিত [[উর্দু ভাষা|উর্দু ভাষার]] ''বন্ধন'' ছবিতে কিশোর শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি ''রেডিও পাকিস্তান'' এবং ''ভয়েস অফ আমেরিকা'' এর প্রচারিত নাটকেও কণ্ঠ দিয়েছেন।
 
== চলচ্চিত্র জীবন ==
বেলাল আহমেদ [[১৯৬৭]] সালে চলচ্চিত্র পরিচালক ''নজরুল ইসলামের'' সাথে ''স্বরলিপি'' চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এবং এটি [[১৯৭০]] সালে মুক্তি পায়। [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|স্বাধীনতা যুদ্ধের]] বেশ কয়েক বছর পর [[১৯৭৬]]-এ তিনি পূর্ণ-পরিচালক হিসেবে [[নাগরদোলা (চলচ্চিত্র)|নাগরদোলা]] চলচ্চিত্রটি নির্মান শুরু করেন এবং এটি [[১৯৭৯]] সালে মুক্তি দেয়া হলে ব্যাপক সফলতা অর্জন করে। এরপর দীর্ঘ বিরতি নিয়ে আবার [[১৯৮৪]] সালে নির্মাণ করেন ''নয়নের আলো'' ছবিটি।<ref name=TS-Belal /> ''নয়নের আলো'' মুক্তির পর থেকে তিনি নিয়মিত চলচ্চিত্র নির্মাণ শুরু করেন, যেমন- ''ঘর আমার ঘর'' ([[১৯৮৬]]),<ref name=TS-Belal /> ''আমানাত'' ([[১৯৮৭]]),<ref name=TS-Belal /> ''বন্ধন''<ref name=TS-Belal /> ও ''গঙ্গা যমুনা'' ([[১৯৮৮]]), ''সাক্ষী প্রমান'' ([[১৯৮৯]])<ref name=TS-Belal /> এবং [[১৯৯০]] সালে ''ক্রিমিনাল'' ছবিটি নির্মাণ করে আবার দীর্ঘ বিরতিতে চলে যান।
 
এরপর তিনি ফিরে আসেন [[২০০৫]] সালে, বাংলাদেশের বিখ্যাত কথা সাহিত্যিক [[হুমায়ুন আহমেদ|হুমায়ুন আহমেদের]] জনপ্রিয় [[উপন্যাস]] [[নন্দিত নরকে (উপন্যাস)|নন্দিত নরকে]] অবলম্বনে একই শিরোনামে নির্মাণ শুরু করেন চলচ্চিত্র [[নন্দিত নরকে (চলচ্চিত্র)|নন্দিত নরকে]] এবং এটি [[২০০৬]] সালে মুক্তি লাভ করে।<ref name=TS-Belal /> আবার পাঁচ বছরের বিরতি নিয়ে তিনি [[২০১১]] সালে এসে [[মাহমুদুল হক|মাহমুদুল হকের]] 'মাটির জাহাজ' [[উপন্যাস]] অবলম্বনে ''অনিশ্চিত যাত্রা'' নামে একটি চলচ্চিত্র নির্মানের কাজ শুরু করেছেন।<ref>[http://www.prothom-alo.com/detail/news/65045 মিলনকে নিয়ে ‘অনিশ্চিত যাত্রা’]</ref> এই চলচ্চিত্রটি [[২০১২]] সালে মুক্তি দেয়া হবে।
 
== পরিচালিত চলচ্চিত্রসমূহ ==
<div style="-moz-column-count:2; column-count:2;">
* [[নাগরদোলা (চলচ্চিত্র)|নাগরদোলা]] - (১৯৭৯)
* নয়নের আলো - (১৯৮৪)
* ঘর আমার ঘর - (১৯৮৬)
* আমানাত - (১৯৮৭)
* বন্ধন - (১৯৮৮)
* গঙ্গা যমুনা - (১৯৮৮)
* সাক্ষী প্রমান - (১৯৮৯)
* ক্রিমিনাল - (১৯৯০)
* [[নন্দিত নরকে (চলচ্চিত্র)|নন্দিত নরকে]] - (২০০৬)
* অনিশ্চিত যাত্রা - (২০১২)
</div>
 
== সম্মাননা ==
 
=== আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে অংশগ্রহণ ===
 
==== আন্তর্জাতিক সম্মাননা ====
 
=== জাতীয় চলচ্চিত্র পুরস্কার ===
 
== আরও দেখুন ==
==তথ্যসূত্র==
{{Reflist}}
{{DEFAULTSORT:বেলাল আহমেদ}}
== বহিঃসংযোগ ==
* {{imdb|2620519|বেলাল আহমেদ}} - এ
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক]]