বরাহমিহির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
{{ভারতীয় গণিতবিদ}}+
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১ নং লাইন:
'''বরাহমিহির''' [[প্রাচীন ভারত|প্রাচীন ভারতের]] গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক (আনুমানিক [[৫০৫]] - [[৫৮৭]]) একজন বিখ্যাত দার্শনিক, [[জ্যোতির্বিজ্ঞান|জ্যোতির্বিজ্ঞানী]], গণিতবিদ ও [[কবিতা|কবি]]। তিনি ''পঞ্চসিদ্ধান্তিকা'' নামের একটি মহাসংকলনগ্রন্থ রচনা করেন, যাতে তার জীবদ্দশার সময়কার গ্রিক, মিশরীয়, রোমান ও ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের সার লিপিবদ্ধ হয়েছে। তিনি দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় বিজ্ঞানীদের অন্যতম। জ্যোতির্বিজ্ঞান ছাড়াও [[গণিতশাস্ত্র]], [[পূর্তবিদ্যা]], [[আবহবিদ্যা]], এবং [[স্থাপত্যবিদ্যা|স্থাপত্যবিদ্যায়]] পণ্ডিত ছিলেন। তিনি কলা ও বিজ্ঞানের প্রায় সমস্ত শাখায় ব্যাপক অবদান রাখেন। উদ্ভিদবিদ্যা থেকে জ্যোতির্বিজ্ঞান, সামরিক বিজ্ঞান থেকে পুরাকৌশল --- জ্ঞানের সমস্ত ক্ষেত্রেই ছিল তাঁর স্বচ্ছন্দ পদচারণা।
 
ভারতের নয়াদিল্লীতে অবস্থিত সংসদ ভবনে বরাহমিহিরের সম্মানে একটি দেয়ালচিত্র অঙ্কিত হয়েছে।
১৪ নং লাইন:
* ''বৃহজ্জাতক'': জ্যোতিষবিদ্যার উপর একটি গ্রন্থ।
 
== জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষবিদ্যায় অবদান ==
বরাহমিহিরকে আধুনিক ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। তাঁর আগে ভারতবর্ষের জ্যোতিবির্জ্ঞানের মূল গ্রন্থ ছিল ''বেদাঙ্গ জ্যোতিষ'', যা খ্রিস্টপূর্ব ১৪শ শতকে রচিত হয়েছিল। এটি অনুসারে ৬৭টি চান্দ্র মাস নিয়ে গঠিত পাঁচ বছরে একটি যুগ হয় এবং এটিতে রাহু ও কেতু নামের দুইটি ধারণা দিয়ে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ ব্যাখ্যা করা হয়েছিল। ''বেদাঙ্গ জ্যোতিষ'' প্রায় ১৫০০ বছর ধরে দক্ষিণ এশিয়ার জ্যোতির্বিজ্ঞানের প্রধান আকরগ্রন্থ (reference) ছিল। কিন্তু বরাহমিহির তাঁর সূর্যসিদ্ধান্ত নামক রচনাতে যে সূর্যকেন্দ্রিক ব্যবস্থার কথা বর্ণনা করেন, তা ছিল অনেক বেশি সঠিক। ফলে এর পর থেকে ভারতে তাঁর বর্ণিত ব্যবস্থাটিই প্রচলিত হয়ে যায়।
 
২১ নং লাইন:
বরাহমিহিরের রচনাবলিতে খ্রিস্টীয় ৬ষ্ঠ শতকের ভারতবর্ষের একটি বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। তবে তাঁর মূল আকর্ষণ ছিল জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষবিদ্যার প্রতি। তিনি বারংবার জ্যোতিষীবিদ্যার গুরুত্বের উপর লেখেন এবং এই বিষয়ে বহু নিবন্ধ রচনা করেন, যেমন শকুন-বিষয়ক রচনাবলি এবং রাশিগণনার উপর দুইটি বিখ্যাত গ্রন্থ ''বৃহজ্জাতক'' ও ''লঘুজাতক''।
 
== গণিতশাস্ত্রে অবদান ==
বরাহমিহির গণিতের বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করেন। এদের মধ্যে রয়েছে নিচের ত্রিকোণমিতিক সূত্রগুলি:
:<math> \sin^2 x + \cos^2 x = 1 \;\!</math>
৩৭ নং লাইন:
* [http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Varahamihira.html Varahamihira, The MacTutor History of Mathematics archive]
{{ভারতীয় গণিতবিদ}}
 
[[বিষয়শ্রেণী:৫০৫-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:৫৮৭-এ মৃত্যু]]