মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:১৯৫৭-এ প্রতিষ্ঠিত যোগ হটক্যাটের মাধ্যমে
cn
৬৩ নং লাইন:
এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ও [[১৯৯৫]] খ্রিস্টাব্দে [[বাংলাদেশ টেলিভিশন]] আয়োজিত "জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা"য় রানার-আপ হবার গৌরব অর্জন করে। এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে [[১৯৯৬]] খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাব। ''ষষ্ঠ স্টামফোর্ড ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০১১''-তে স্কুল পর্যায়ে বাংলা ফাইনাল বিতর্কে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বিদ্যালয়টি, এছাড়া সেখানে শ্রেষ্ঠ তার্কিক হন নাফিস ফেরেদৌস সাকিব<ref>''[http://www.sangbad.com.bd/?view=details&type=gold&data=Politics&pub_no=943&menu_id=37&news_type_id=1&val=88892 ক্যাম্পাস : ষষ্ঠ স্টামফোর্ড ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপের জমজমাট সমাপনী]'', লেখাপড়া পাতা, দৈনিক সমকাল; প্রকাশকাল: ১৩ জানুয়ারি ২০১২, সংগ্রহের তারিখ: ১৬ জানুয়ারি ২০১২।</ref>
== জনস্বার্থমূলক কার্যক্রম==
প্রাকৃতিক দূর্‍্যোগে অসহায় মানুষের পাশে থেকে সেবার ব্রত রয়েছে এ বিদ্যালয়ের। ১৯৮৮,১৯৯৮,২০০৪ সালের বন্যায় ঢাকার নিম্নাঞ্চল প্লাবিত হলে বিদ্যালয়ের স্থাপিত আশ্রয়কেন্দ্রে অসহায় মানুষদের সাহায্য করা হয়েছিল। ১৯৯১ সালে চট্রগ্রামে জলোচ্ছ্বাস,১৯৯৬ সালে টাঙ্গাইলের টর্নেডোতে আক্রান্ত এলাকার জন্য এবং ২০০৭ সালে সিডর আক্রান্ত দক্ষিনাঞ্চলের জনগনের সহায়তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। {{cn}}
 
==ফলাফল==
বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে প্রায় প্রতি বছরই সাফল্য পরিলক্ষিত হয়। যখন শিক্ষা কার্যক্রম প্রাক্তন বিভাগ পদ্ধতিতে পরিচালিত হতো, তখন ১৯৯০ ও ১৯৯২ খ্রিস্টাব্দে বিদ্যালয়ের ৩ জন ছাত্র মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা [[এসএসসি|এসএসসিতে]] মেধাতালিকায় স্থান করে নেন। ১৯৯৩ সনে ৩ জন; ১৯৯৪ সনে ৩ জন; ১৯৯৫ সনে ৬ জন; ১৯৯৮ সনে ২ জন এসএসসিতে মেধাতালিকায় স্থান করে নেন (প্রেক্ষিত ১৯৯৯)। এছাড়াও ১৯৯৭ খ্রিস্টাব্দে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পান একজন, ঐ বছর জুনিয়র বৃত্তি পান ৪ জন; ১৯৯৮ সালে জুনিয়র বৃত্তিতে ট্যালেন্টপুলে বৃত্তি পান ১ জন, সাধারণ বৃত্তি পান ১ জন। ২০১১ খ্রিস্টাব্দে ফলাফল বিবেচনায় ঢাকার সেরা স্কুলগুলোর মধ্যে বিদ্যালয়টি নবম অবস্থানে অবস্থান করে<ref>''[www.desh.tv/news/index.php?display=news_details&id=18858 ঢাকায় এবারও সেরা উত্তরা মডেল]'', দেশ টিভি সংবাদ, প্রকাশকাল: ১২ মে ২০১১; সংগ্রহের তারিখ: ১৬ জানুয়ারি ২০১২।</ref>।