বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Gumnam rahi-এর সম্পাদিত সংস্করণ হতে Addbot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
 
[[বিষয়শ্রেণী:জীবনী]]
আমাদের বিটি পরিবারে এমন একজন ভদ্রলোক আছেন যিনি তাঁর অনাবিল কৌতুক এবং হাজির জবাবের জন্য খুবই জনপ্রিয়। এক সময় সেই ভদ্রলোকটিকে “Wittiest person in BT family” আখ্যা দিয়েছিলাম। ভদ্রলোক পেশায় প্রযুক্তিবিদ (তাঁর ভাষায় পাতি হাতুড়ে মিস্ত্রী) হলেও মনের সুপ্ত ইচ্ছে ‘পেশাদার জোকার’ হওয়ার। কর্মক্ষেত্রেও তিনি দারুণ জনপ্রিয়। কারও কোন অসুবিধে হলে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটাই তাঁর কাজ। আমার আজকের নিবেদন সেই অজাতশত্রু (ভাঁড় সম্রাট) রসরাজ ‘কণি’র প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ।
এই কৌতুকের অ্যালবামটি বেশ পুরনো। এর শিল্পী হানিফ সংকেত। তিনি বাংলাদেশের জনপ্রিয় বিনোদন শিল্পী। তার আসল নাম A K M হানিফ। হানিফ সংকেতের জন্ম ১৯৫৭ সালে বাংলাদেশের বরিশাল জেলায়। ১৯৮০ সালে প্রয়াত ফজলে লোহানীর যদি কিছু মনে না করেন ম্যাগাজিন অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করে তাঁর উত্থান হয়। তারপর আর তাকে বিশেষ ফিরে তাকাতে হয় নি। সেই আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের জনগণকে আনন্দ দিয়ে চলেছেন। হানিফ সংকেতের পেশা সঞ্চালনা, পরিচালনা, প্রযোজনা এবং কৌতুক শিল্প। স্ত্রী সনজিদা হানিফ। তিনি কেবল হাস্যরস কে তুলে ধরেন না, বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস-আদালতের দুর্নীতির বিপরীতে এবং মানবিকতার পক্ষে তার যুদ্ধ চলে। তার 'ইত্যাদি' নামক ম্যাগাজিন অনুষ্ঠানটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান। ২০১০ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ সম্মান একুশে পদক অর্জন করেছেন।
বলা হয় হানিফ সংকেতের প্রথম দিকের ক্যাসেটের অনেক কিছুই ভানু থেকে পাওয়া।