আতিয়া মসজিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
Ashiq Shawon (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
১ নং লাইন:
'''আতিয়া মসজিদ''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[টাঙ্গাইল জেলা|টাঙ্গাইল জেলার]] দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক [[মসজিদ]] যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদটি ষড়োশ শতাব্দীতে নির্মিত হয়েছে এবং এখানে নিয়মিত জামাতে নামাজ আদায় করা হয়। বর্তমানে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগ এ স্থাপনার তত্ত্বাবধান করছে।
 
টাঙ্গাইল অঞ্চলে প্রাপ্ত মূল শিলালিপিগুলোর মধ্যে আতিয়া জামে মসজিদ এলাকায় প্রাপ্ত একটি আরবি এবং একটি ফারসি শিলালিপি রয়েছে, তবে এগুলোতে কিছুটা অসংগতি পরিলক্ষিত হয়।
 
==ইতিহাস==
৬ ⟶ ৮ নং লাইন:
পরবর্তীতে বাবা আদম কাশ্মিরীর পরামর্শক্রমে সাঈদ খান পন্নী নামক সূফিজীর এক ভক্তকে মোগল সম্রাট জাহাঙ্গীর উক্ত আতিয়া পরগণার শাসন কর্তা হিসেবে নিয়োগ দান করেন। এই সাঈদ খান পন্নীই ১৬০৮ সালে বাবা আদম কাশ্মিরীর কবরের সন্নিকটে আতিয়া মসজিদ নির্মাণ করেন।
 
মুহাম্মদ খাঁ নামক তৎকালিন এক প্রখ্যাত স্থপতি এই মসজিদ নির্মানের পরিকল্পনা ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট ছিলেন। রওশন খাতুন চৌধুরাণী ১৮৩৭ সালে এবং আবুল আহমেদ খান গজনবী ১৯০৯ সালে মসজিদটির সংস্কার করেন।</ref>http://islambarta.com/2012/05/4105/</ref> পরবর্তীতে বাংলাদেশ সরকার এই মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করেন।
 
 
==বিবরণ==
মসজিদটি আকারে বেশ ছোট, মাত্র ১৮.২৯ মিটার (৫৯ ফুট) x ১২.১৯ মিটার (৪০ ফুট) এবং এর দেয়াল ২.২৩ মিটার (সাড়ে ৭ ফুট) পুরু।<ref>http://www.banglapedia.org/HT/A_0350.HTM</ref><ref>http://www.kalerkantho.com/index.php?view=details&type=gold&data=Car&pub_no=277&cat_id=3&menu_id=48&news_type_id=1&index=3&archiev=yes&arch_date=06-09-2010#.UOstvnk0G9s</ref> এর চারকোণে ৪টি অষ্টকোণাকৃতীর মিনার রয়েছে, যার উপরের অংশটি ছোট গম্বুজে পরিণত হয়েছে।
 
সুলতানি ও মুঘল - এই দুই আমলেরই স্থাপত্যরীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদের নির্মান শৈলীতে।<ref>http://blog.bdnews24.com/Dr_khalid/38907</ref> লাল ইট দ্বারা মসজিদটি নির্মিত হয়েছে।
 
 
==জনপ্রিয় মাধ্যমে উপস্থাপনা==
বর্তমানে বাংলাদেশে প্রচলিত বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত১০ (দশ) টাকা মূল্যমানের নোটেনোটের একপার্শ্বে আতিয়া মসজিদের ছবি রয়েছে।<ref>http://www.dctangail.gov.bd/index.php?option=com_content&view=article&id=256&Itemid=143</ref>
 
 
২৯ ⟶ ৩৩ নং লাইন:
* [http://www.touristguide24.com/travel.php?q=tour&id=591/ ঐতিহাসিক আতিয়া জামে মসজিদ]
* [http://onushilon.org/geography/bangladesh/religion/atia.htm/ আতিয়া মসজিদ]
* [http://www.dainikdestiny.com/index.php?view=details&type=main&cat_id=1&menu_id=5&pub_no=232&news_type_id=1&index=0&archiev=yes&arch_date=09-04-2010/ আতিয়া মসজিদ]
* [