আতিয়া মসজিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
Ashiq Shawon (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
২ নং লাইন:
 
==ইতিহাস==
আরবি ‘আতা’ থেকে ‘আতিয়া’ শব্দটির উৎপত্তি, এরযার ব্যুৎপত্তিগত অর্থ হলো ‘দান কৃত’। আলী শাহান শাহ্‌ বাবা আদম কাশ্মিরী (রঃ)-কে সুলতান আলাউদ্দিন হুসায়েন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার নিযোগ দান করলে তিনি এই অঞ্চলে এসে বসবাস শুরু হরেন; সেসময় তিনি ইসলাম ধর্ম প্রচারের এবং আনুষাঙ্গিক ব্যয় নির্বাহের জন্য আফগান নিবাসী কররানী শাসক সোলাইমান কররানীর কাছ থেকেসংলগ্ন এলাকা দান বা ওয়াকফ্ হিসাবে লাভ করেন। এবং এই এলাকাটি তাঁকে দান করায় এই অঞ্চলটির নাম হয়েছে ‘আতিয়া’। <ref>http://www.dctangail.gov.bd/index.php?option=com_content&view=article&id=262</ref>
 
পরবর্তীতে বাবা আদম কাশ্মিরীর পরামর্শক্রমে সাঈদ খান পন্নী নামক সূফিজীর এক ভক্তকে মোগল সম্রাট জাহাঙ্গীর উক্ত আতিয়া পরগণার শাসন কর্তা হিসেবে নিয়োগ দান করেন। এই সাঈদ খান পন্নীই ১৬০৮ সালে বাবা আদম কাশ্মিরীর কবরের সন্নিকটে আতিয়া মসজিদ নির্মাণ করেন।
 
মুহাম্মদ খাঁ নামক তৎকালিন এক প্রখ্যাত স্থপতি এই মসজিদ নির্মানের পরিকল্পনা ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট ছিলেন। রওশন খাতুন চৌধুরাণী ১৮৩৭ সালে এবং আবুল আহমেদ খান গজনবী ১৯০৯ সালে মসজিদটির সংস্কার করেন।</ref>http://islambarta.com/2012/05/4105/</ref> পরবর্তীতে বাংলাদেশ সরকার এই মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করেন।
 
 
==বিবরণ==
মসজিদটি আকারে বেশ ছোট, মাত্র ১৮.২৯ মিটার (৫৯ ফুট) x ১২.১৯ মিটার (৪০ ফুট) এবং এর দেয়াল ২.২৩ মিটার (সাড়ে ৭ ফুট) পুরু।<ref>http://www.banglapedia.org/HT/A_0350.HTM</ref><ref>http://www.kalerkantho.com/index.php?view=details&type=gold&data=Car&pub_no=277&cat_id=3&menu_id=48&news_type_id=1&index=3&archiev=yes&arch_date=06-09-2010#.UOstvnk0G9s</ref> এর চারকোণে ৪টি অষ্টকোণাকৃতীর মিনার রয়েছে, যার উপরের অংশটি ছোট গম্বুজে পরিণত হয়েছে।
 
 
==জনপ্রিয় মাধ্যমে উপস্থাপনা==
বর্তমানে বাংলাদেশে প্রচলিত বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত১০ (দশ) টাকা মূল্যমানের নোটে আতিয়া মসজিদের ছবি রয়েছে।<ref>http://www.dctangail.gov.bd/index.php?option=com_content&view=article&id=256&Itemid=143</ref>
 
 
২২ ⟶ ২৪ নং লাইন:
 
==বহিঃসংযোগ==
* [http://www.banglapedia.org/HT/A_0350.HTM/ আতিয়া মসজিদ] - বাংলাপিডিয়া (ইংরেজী ভার্সন)
* [http://blog.bdnews24.com/Dr_khalid/38907/ আতিয়া মসজিদ: ইতিহাস ও ঐতিহ্য] - ড. আ ফ ম খালিদ হোসেন
* [http://www.dctangail.gov.bd/index.php?option=com_content&view=article&id=262/ আতিয়া মসজিদ ও আলী শাহান শাহ্ বাবা আদম কাশ্মিরির মাজার] - দেলদুয়ার উপজেলার দর্শনীয় স্থান
* [http://www.touristguide24.com/travel.php?q=tour&id=591/ ঐতিহাসিক আতিয়া জামে মসজিদ]
* [http://onushilon.org/geography/bangladesh/religion/atia.htm/ আতিয়া মসজিদ]
* [