বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎ব্যবহারকারী অ্যাকাউন্ট ব্লক করার আবেদন: তানভির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি
Joy.dtech (আলোচনা | অবদান)
৩৬৩ নং লাইন:
: কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি তাই এখনই ব্লক অপ্রয়োজনীয়। আমি একটি সতর্কবার্তা রাখছি। এরপর আবার করলে সাময়িকভাবে ব্লক করা যাবে। — [[ব্যবহারকারী:Wikitanvir|তানভির]] • [[ব্যবহারকারী আলাপ:Wikitanvir|আলাপ]] • ১৭:০৮, ১৭ জুন ২০১২ (ইউটিসি)
::তানভির ভাই, ভুল বলেননি। তবে যেহেতু অ্যাকাউন্টটির কোনো ভালো এ্যাকটিভিটি দেখিনি, তাই আবেদনটা করেছিলাম। তবে আপনার উদ্যোগটা নিঃসন্দেহে সর্বোত সঠিক। এবং অপাতাগুলো অপসারণের জন্য ধন্যবাদ। (আপনি আমাকে ব্যানারের মেইলটা করেননি) —[[User:Mayeenul Islam|মঈনুল ইসলাম]] ([[User talk:Mayeenul Islam|আলাপ]] * [[Special:Contributions/Mayeenul Islam|অবদান]]) ১৫:১৪, ১৮ জুন ২০১২ (ইউটিসি)
 
== সাইফুল্লাহ মাহমুদ দুলাল প্রসংগে ==
 
এই একটি লেখা বারবার মুছে ফেলা হচ্ছে। কিন্তু কেন ? আমাকে জানানো হয়েছে এর তথ্যসুত্র আপডেট করতে হবে। তা করা ও যাবে। কিন্ত আমি তো ভাই উইকিপিডিয়ার চাকুরি করিনা যে এই লেখার সকল তথ্য কে আপনারা বলার সাথে সাথে যোগার করে আপডেট করব। যে তথ্য সংযুক্ত করতে হবে তা ও করব কিন্ত সেটার জন্যে সময় দিতে হবে। আর আপনি যানেন না সেটা আমার দোষ নয় কিংবা জানানো ও আমার দায়ীত্ব নয়। সাইফুল্লাহ মাহমুদ দুলাল বাংলাদেশের একজন প্রতিতযশা সাংবাদিক লেখক, নাট্যকার তা দেশের সাহিত্যাংগনের সকলেই জানে। কিন্ত এই মানুষদের যেভাবে আপনারা ইতিহাস থেকে মুছে দেয়ার চেস্টা করছেন না তা (অতিমাত্রায় এডমিনগিরি ফলানো) বললে কম বলা হবে না হয়তোবা। এই মানুষদের আপনারাই সম্মানিত করবেন। কখন ? মরে গেলে পড়ে। মরার পর একটা মানুষের এই না যশ এর কি কোন প্রয়োজন আছে ?
এর আগে আপনি যখন এই পাতাটা একটা আপত্তিকর কমেন্টস সহযোগে ডিলিট করেছেন তখন আপনাকে আমি একটা ব্যাক্তিগত মেসেজ দেই তার কোন জবাব আমি পাইনি।
পরিশেষে বলছি উইকি আপনাদের স্বেচ্চাচারিতার জায়গা নয় এটা একটা মুক্ত প্লাটফরম এখানে ব্যাক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কিছু না করার জন্যে অনুরোধ করছি। এবং সেই সাথে সাইফুল্লাহ মাহমুদ দুলাল নামের নিবন্ধটি পুনসংযুক্ত করার আবেদন করছি। আর তথ্য সুত্র যাচাই করার জন্যে সময় লাগবে। সে সময় দিতে হবে নয়তো আপনি নিজেই তথ্যসুত্র যাচাই করে নিবেন। যদি এর একটা ও মিথ্যে তথ্য হয় তো আপনি এর পর ডিলিট করে নিবেন।
````