প্রথা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
৪ নং লাইন:
প্রথা সামাজিক আচার নামেও পরিচিত। একসময় তা [[সামাজিক অনুষ্ঠান|সামাজিক অনুষ্ঠানে]] পরিণত হয়। সুন্দর, শোভন, সামাজিক [[অভ্যাস|অভ্যাসগুলো]] প্রথা হয়ে ওঠে। প্রথা ব্যক্তিগত কোন বিষয় নয়। এর সাথে সামাজিক সম্পর্ক রয়েছে। প্রথা পালনে কিছুটা সামাজিক বাধ্যবাধকতা আছে।
 
প্রথায় কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে।<ref>সামাজিক বিজ্ঞান, ৭ম শ্রেণী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা, পৃঃ ১২-১৩</ref> যথা -
* প্রথা সমাজে সর্বদা বিদ্যমান ও ব্যক্তির [[আচরণ|আচরণকে]] নিয়ন্ত্রিত করে।
* প্রথা সামাজিক আচরণ বিধি।
* এতে [[নৈতিক মূল্যবোধ|নৈতিক মূল্যবোধের]] প্রতিফলন রয়েছে এবং প্রথা এক ধরনের সামাজিক অনুশাসন বা আইন। সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে ব্যক্তিকে সমাজের প্রচলিত প্রথা ও নিয়ম-কানুন মেনে চলতে হয়।
* সামাজিক প্রথা মেনে না চললে বা ভঙ্গ করলে [[মানসিক শাস্তি|মানসিক শাস্তিস্বরূপ]] ব্যক্তিকে ''একঘরে'' করে রাখা হয়।
 
সমাজে অবস্থানরত বিভিন্ন স্তরের সদস্য বা [[প্রতিবেশী|প্রতিবেশীর]] সাথে কিরূপ আচরণ বা সম্পর্ক সৃষ্টি করা উচিত তা সামাজিক প্রথার উপর নির্ভরশীল। গুরুজনদের [[সম্মান]] জানানো, [[সালাম]] বা [[শুভেচ্ছা]] বিনিময়, [[শ্রদ্ধা]] ও সৌহার্দ্যমূলক মনোভাব, [[বিবাহ অনুষ্ঠান]] ও আমন্ত্রিত অতিথিদেরকে আদর-আপ্যায়ন, [[নববর্ষ]] পালন, [[স্বাধীনতা দিবস]] উদযাপন ইত্যাদি প্রথার প্রকৃষ্ট উদাহরণ।
 
== প্রয়োগ ==