কাগজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckas-bot (আলোচনা | অবদান)
r2.7.1) (বট যোগ করছে: nah:Tetehuitl
Faysal (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৫ নং লাইন:
[[চিত্র:Cai-lun.jpg|thumb|left|চাই লুন,An 18th century [[Qing Dynasty]] print depicting Cai Lun as the patron saint of paper making]]
কাগজের বহুবিধ ও বহুমুখী ব্যবহার রয়েছে। লেখালেখির কাজে এবং ছাপানোতে কাগজের সবচেয়ে বেশী ব্যবহার হলেও মোড়ক তৈরী করার কাজেও কাগজ বহুল ব্যবহৃত বস্তু। অনেক পরিস্কারক দ্রব্যে, বেশ কিছু সংখ্যক [[শিল্প কারখানা|কারখানায়]], নির্মাণ কাজে, এমনকি [[খাদ্য]] হিসেবেও (বিশেষত এশিয়ান [[সংস্কৃতি|সংস্কৃতিতে]]) কাগজের ব্যবহার রয়েছে।
বলা হয়, কাগজ এবং মণ্ড দিয়ে কাগজ প্রস্তুত করার পদ্ধতি উন্নতি প্রায় ২০০ খ্রীস্টাব্দে চীনের [[হান সাম্রাজ্য|হান সাম্রাজ্যের]] খোজা ''চাই লুন'' ([http://en.wikipedia.org/wiki/Cai_Lun Cai_Lun]) দ্বারা হয়েছে। কিন্তু চীনে খ্রিস্টপূর্ব ২০০ অব্দ থেকেই প্রত্নতাত্ত্বিক কাগজ বা আধুনিক কাগজের পুর্বরূপের পদ্ধতি উদ্ভব হয়েছিল।<ref>*{{Cite document|last=Tsien|first=Tsuen-Hsuin|series=Joseph Needham, Science and Civilisation in China, Chemistry and Chemical Technology |volume=Vol. 5 part 1|title=Paper and Printing|publisher=Cambridge University Press|year=1985|ref=harv|postscript=<!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. --> পাতা নং ৩৮}}</ref>
 
== ইতিহাস ==
১২ নং লাইন:
মনে করা হয়, দ্বিতীয় শতাব্দিতে [[চীন|চীনে]] আধুনিক কাগজের পুর্বরূপ উদ্ভব হয়ে ছিল যদিও এর পূর্বে কাগজ ব্যবহারের প্রমান পাওয়া গেছে। কাগজের উদ্ভাবনকে প্রাচীণ [[চীন|চীনের]] চারটি বিশাল উদ্ভাবনের অন্যতম একটি বিবেচনা করা হয়। প্রাচীন চীনে মণ্ড দ্বারা তৈরি কাগজ দ্বিতীয় শতাব্দির গোড়ার দিকে [[হান]] জাতীর চাই লুন নামের একজন আবিষ্কার করেন। চীনে সিল্কের সাশ্রয়ী ও কার্যকর বিকল্প হিসেবে কাগজ ব্যবহার শুরু হয়।
<br />
কাগজের প্রচলন চীন থেকে সারাবিশ্বে ছড়িয়ে পরে [[মুসলিম|মুসলিম বিশ্বের]] মাধ্যমে এবং ত্রয়োদশ শতাব্দীতে [[মধ্যযুগ|মধ্যযুগের]] [[ইউরোপ|ইউরোপে]] কাগজের উৎপাদন শুরু হয়। যেখানে সর্বপ্রথম পানি-চালিত কাগজ উৎপাদনের কাগজকল ও [[কলকব্জা]] বা [[মেশিন]] আবিষ্কার ও নির্মান করা হয়।<ref name="Burns 1996, 417f.">{{harvnb|Burns|1996|pp=417f.}}</ref> <br />
 
[[চিঠি]], [[সংবাদপত্র]] ও [[বই|বইয়ের]] মাধ্যমে [[তথ্য]] আদান-প্রদান শুরু হবার পর বিশ্বব্যাপী পরিবর্তন আশে, এবং এর সাশ্রয়ী উপাদান হিসেবে কাগজ তৈরি করা ঊনবিংশ শতাব্দিতে নতুন শিল্প রূপে আবির্ভূত হয়। ১৮৪৪ সালে, [[কানাডা|কানাডিয়ান]] উদ্ভাবক <big>Charles Fenerty</big> এবং [[জার্মান]] উদ্ভাবক <big>F.G. Keller</big> যৌথ ভাবে কাগজ তৈরির মূল উপাদান হিসেবে কাঠের মণ্ড তৈরি করার মেশিন ও প্রক্রিয়া উদ্ভাবন করেন। এটা ছিল ২০০০ বছরের পুরনো ও প্রচলিত কাগজ উৎপাদন পক্রিয়ার সময়ের শেষ ও নতুন পদ্ধতির মাধ্যমে [[নিউজপ্রিন্ট]] ও অন্যান্য প্রকার কাগজ উৎপাদন কালের শুরু।<ref>[http://www.charlesfenerty.ca/book.html Burger, Peter]. ''Charles Fenerty and his Paper Invention''. Toronto: Peter Burger, 2007. ISBN 978-0-9783318-1-8 pp.25-30</ref>
 
== বুৎপত্তি ==
'https://bn.wikipedia.org/wiki/কাগজ' থেকে আনীত