কলম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
JAnDbot (আলোচনা | অবদান)
r2.5.2) (বট মুছে ফেলছে: bpy:পেন, vi:Pen
১৯ নং লাইন:
[[চিত্র:Quill Pen.JPG|thumb|150px|পালকের কলম বা কুইল ও কালির [[দোয়াত]]]]
* '''[[নিব কলম]]''' - সাধারণত [[কাঠ|কাঠের]] হাতলের সাথে একটি [[ধাতু|ধাতব]] নিব লাগিয়ে এই কলম তৈরি করা হয়। নিবটি ঝর্ণা কলমের নিবের মতই, তবে এই কলমে কোন কালি জমা রাখার উপযোগী কালিদানি নেই এবং লেখার সময়ে বারবার এটিকে কালিতে চুবিয়ে নিতে হয়। ঝর্ণা কলমের তুলনায় এই কলমে সুবিধা হল এই কলমে ঘন কালি (যেমন পিগমেন্ট) এবং ধাতব কালি ব্যবহার করা যায় যা ঝর্ণা কলমে জমে গিয়ে আটকে যায় অথবা [[মরিচা]] ধরে যায়। নিব কলম এখন প্রধানত [[অলংকরণ]], [[ক্যালিগ্রাফি]] এবং [[কমিকস]] আঁকার কাজে ব্যবহার হয়।
[[File:The ancient pen.jpg|thumb|150px|পালকের কলম]]
 
* '''[[কুইল]]''' বা '''[[পালকের কলম]]''' - সাধারণত [[রাজহাঁস]] বা বড়সড় পাখির [[পালক|পালকের]] তৈরি কলমকে কুইল (quill) বলে। ডিপ কলম, ঝর্ণা কলম ইত্যাদি আসার আগে কুইল ব্যবহৃত হত। পালকের ফাঁপা অংশ কালিদানি হিসেবে কাজ করত এবং কৈশিক পরিচলন প্রক্রিয়ায় কালির পরিচলন হত। [[মধ্যযুগ|মধ্যযুগে]] [[পার্চমেন্ট]] বা চামড়ার কাগজের উপরে কুইল দিয়ে লেখা হত। পালকের কলম বা কুইল এসে খাগের কলমকে প্রতিস্থাপিত করেছিল।
 
'https://bn.wikipedia.org/wiki/কলম' থেকে আনীত