ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Pratik89Roy (আলোচনা | অবদান)
Sujit5878 (আলোচনা | অবদান)
দশটি, সংশোধন
১৩৭ নং লাইন:
 
=== প্রতিযোগিতার ধরণ ===
বর্তমানে আটটিদশটি দল [https://t20cricketmatch.com/category/ipl/ আইপিএলে] অংশগ্রহণ করে। প্রতিটি দল একে অপরের সঙ্গে দুইবার করে অর্থাৎ একবার নিজেদের মাঠে এবং একবার প্রতিপক্ষের মাঠে [[রাউন্ড-রবিন প্রতিযোগিতা|ডাবল রাউন্ড-রবিন প্রতিযোগিতা]] অনুসারে খেলে থাকে। লিগ পর্যায় শেষে শীর্ষ চার দল প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করে। পয়েন্টতালিকার শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়িং ম্যাচ খেলে এবং বিজয়ী দল সরাসরি ফাইনালে চলে যায়। পয়েন্টতালিকার ৩য় ও ৪র্থ স্থানাধিকারী দল এলিমিনেটর ম্যাচ খেলে। পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এবং বিজয়ী দল প্রথম কোয়ালিফায়িং ম্যাচে পরাজিত দলের সাথে দ্বিতীয় কোয়ালিফায়িং ম্যাচ খেলে। দ্বিতীয় কোয়ালিফায়িং ম্যাচে বিজয়ী দল প্রথম কোয়ালিফায়িং ম্যাচে জয়ী দলের সাথে ফাইনাল খেলে এবং পরাজিত দল ৩য় স্থান অর্জন করে।
 
=== খেলোয়াড়দের বেতন ===
বিশ্বের সবচেয়ে ধনী [[ক্রিকেট লিগ]] এটি।আইপিএল। এমনকি সবধরনের খেলা মিলিয়েও এটি অন্যতম ধনকুবের লিগ। মাত্র ২ মাসের লিগ হলেও এখানে খেলোয়াড়েরা বার্ষিক গড়ে ৫.২ - ৫.৪ মিলিয়ন ডলার বেতন পান,যা [[ইউরোপ|ইউরোপীয়]] প্রথম সারির ফুটবল লিগের দলগুলির সমতুল্য।
 
== সম্প্রচার স্বত্ব ==