আনু মুহাম্মদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
KanikBot (আলোচনা | অবদান)
আনু মুহাম্মদের কর্মজীবনের হালনাগাদকৃত তথ্যসমূহ প্রদান করা হয়েছে।
১৪ নং লাইন:
|দাম্পত্যসঙ্গী=শিল্পী বড়ুয়া}}
 
'''আনু মুহাম্মদ''', (জন্ম: [[সেপ্টেম্বর ২২|২২ সেপ্টেম্বর]], ১৯৫৬<ref>''[http://arts.bdnews24.com/?page_id=2074 বিডিনিউজ]'' {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20160315131540/http://arts.bdnews24.com/?page_id=2074 |তারিখ=১৫ মার্চ ২০১৬ }}</ref>) পুরো নাম আনু মুহাম্মদ আনিসুর রহমান হলেও আনু মুহাম্মদ নামেই অধিক পরিচিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের [[অর্থনীতি]] বিভাগের শিক্ষক।শিক্ষক ছিলেন।
ঢাকায় লেখাপড়া শেষ করে ১৯৮২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন। এছাড়াতিনি ২০২৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। অর্থনীতি বিভাগ ছাড়াও তিনি একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগেও শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি বিশ্বব্যাপী শোষণ, বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য বিরোধী তত্ত্বচর্চ‍া ও লড়াইয়ে সক্রিয় অংশ নেন। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার আন্দোলনসহ যে কোন প্রকার নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন।
বর্তমানে তিনি ''তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির'' সদস্য সচিব।সচিব ছিলেন দীর্ঘ সময় ধরে। বাংলাদেশে [[মার্কসীয় অর্থনীতি]] ও [[রাজনৈতিক অর্থনীতি]] সংক্রান্ত আলোচনায় তিনি সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় লেখক।
 
== পত্রিকা ==
২২ নং লাইন:
 
== ত্রৈমাসিক পত্রিকা ==
আনু মুহাম্মদ এর সম্পাদনায় ত্রৈমাসিক বাংলা জার্নাল সর্বজনকথা নিয়মিতভাবে বের হয়ে আসছে ২০১৪ সাল থেকে। বর্তমানে সর্বজনকথা ১০ম বছরে পদার্পন করেছে।
আনু মুহাম্মদ এর সম্পাদিত সর্বজনকথা সম্পাদক।
 
== বইসমূহ ==