বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২০৯ নং লাইন:
{{talkback|আলাপ:হুসাইন আহমদ মাদানি|পাতা অপসারণ|ts=০৭:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)}}
—[[ব্যবহারকারী:MdsShakil|শাকিল]] ([[ব্যবহারকারী আলাপ:MdsShakil|আলাপ]] <b>·</b> [[বিশেষ:অবদান/MdsShakil|অবদান]]) ০৭:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
 
== চিহ্নিত কিছু সমস্যা ও ভবিষ্যতে এগুলি না করার ব্যাপারে সতর্ক থাকুন ==
 
সম্প্রতি হুসাইন আহমদ মাদানির আলাপ পাতায় একটি আলোচনা হয়। সেখানে আপনার সম্পাদনায় কিছু সমস্যা চিহ্নিত করা হয়। এই বার্তাটি ভবিষ্যতের জন্য সতর্কবার্তা ও একইসাথে পরামর্শমূলক বার্তা হিসেবে দেওয়া হল। আমার এই বার্তা উদ্দেশ্য আপনাকে লজ্জা/ধিক্কার দেওয়া নয়, বরং আপনি যেন এটি থেকে শিখতে পারেন। ভবিষ্যতে এইগুলি যেন পুনরায় না ঘটে সেদিকে বিশেষ দৃষ্টি রাখুন।
 
বিভিন্ন জন কর্তৃক চিহ্নিত সমস্যা:
* কিছু নিবন্ধের মালিকানা চাওয়া - আপনার সম্পাদিত ও উন্নত করা কিছু নিবন্ধে এই বিষয়টি লক্ষ্য করা গিয়েছে। ১০ লাইনের নিবন্ধকে আপনি ১০০০ লাইনে নিয়েছেন, কিন্তু পরে আপনি তা নিজের নামে প্রকাশ হোক চেয়েছেন, অন্যভাবে বললে আপনি চেয়েছেন নিবন্ধের প্রথম সম্পাদক যেন আপনি হন। এটি একটি বড় সমস্যা। উইকিপিডিয়া অগ্রসর হয় সম্মিলিত বা সমষ্টিগত ভাবে কাজের ভিত্তিতে। আজ আমি একটি লেখা লিখছি, কাল সেটা আরেকজন আরও সম্প্রসারণ করবেন, পরশু আরেকজন করবেন। কিন্তু কাল যদি কেউ একজন এসে নিবন্ধ মুছে নিজেকে প্রথম সম্পাদক হিসেবে প্রকাশ করতে চায়, তা পূর্বের সম্পাদকদের অস্বীকারের মত হয়ে যায়। নীতিগতভাবেও যা গ্রহণযোগ্য নয়। কারিগরি কারণে যিনি কোন নিবন্ধের প্রথম সম্পাদনা সংরক্ষণ করেন, সফটওয়্যার তাকে প্রণেতা হিসেবে দেখায়, কিন্তু এর মানে এই না তিনি নিবন্ধটির মালিক। তিনিসহ তার পরে যারা ঐ নিবন্ধে সম্পাদনা করেছেন, সকলের নিবন্ধের একজন প্রণেতা, লেখক, উন্নয়নকারী। পার্থক্য এইটুকুই যে কেউ টুকটাক উন্নয়ন করেন, আর কেউ সেটির ব্যাপক উন্নয়ন করেন। ভবিষ্যতের এই জাতীয় অনুরোধ করতে না করা হচ্ছে। দিনশেষে আমাদের মূল লক্ষ্য কিন্তু নিবন্ধের উন্নতি করা, সম্পূর্ণ করা।
* আলোচনা ছাড়াই নিজের করা নিবন্ধ/পুনর্নির্দেশ পুনর্নির্দেশনা ছাড়া নিজের উপপাতায় নেওয়া - আপনার কিছু সম্পাদনায় লক্ষ্য করা গিয়েছে যে আপনি হয়ত অতীতে কোন নিবন্ধ তৈরি করেছেন বা কোন পুনর্নির্দেশ সৃষ্টি করেছেন কিন্তু পরে কোনরূপ আলোচনা ছাড়াই প্রধান নামস্থান থেকে সেগুলি নিজের উপপাতায় নিয়ে যাচ্ছেন (ও অনেক ক্ষেত্রে পরে অপসারণ প্রস্তাব দিচ্ছেন)। একটা নিবন্ধ ৬ মাস ধরে প্রধান নামস্থানে থাকার পর হঠাৎ কোনরূপ আলোচনা ছাড়াই তা নিজের উপপাতায় নেওয়া গ্রহণযোগ্য হতে পারে না। দয়া করে এটি করবেন না। লক্ষ্য করুন https://xtools.wmflabs.org/ দেওয়া সংখ্যাগুলি একটি পরিসংখ্যান মাত্র, এর থেকে বেশি কিছু নয়।
* স্বার্থের সংঘাত - আমি বিশ্বাস করি [[ব্যবহারকারী_আলাপ:Owais_Al_Qarni/সংগ্রহশালা_১#হলি_টিউন_নিবন্ধের_দ্রুত_অপসারণ_প্রস্তাবনা|পূর্বে আপনার আলাপ পাতায়]] তা সমাধান হয়ে গিয়েছে। কিন্তু আবার মনে করিয়ে দিতে চাইলাম, যেন ভবিষ্যতে না ঘটে।
* কিছু নিবন্ধে প্রচারণামূলক বা পক্ষপাতমূলক লেখা - আমার মনে হয় না প্রচারণামূলক বা পক্ষপাতমূলক লেখা কী তার জন্য বিস্তারিত বলা দরকার। অতীতে আপনার লিখিত কিছু নিবন্ধে, বিশেষত কয়েজজন বাংলাদেশী ব্যক্তির নিবন্ধে, এটি লক্ষ্য করা গিয়েছে। মনে রাখুন যে উইকিপিডিয়ার কাজ কেবল ভালো দিক তুলে ধরা নয়, বরং সব তুলে ধরা। লেখার সময় এদিকে দৃষ্টি রাখবেন। প্রয়োজনে লেখার পর নিবন্ধটি নিয়ে দ্বিতীয় কোন উইকিপিডিয়ানের মতামত নিন, এমনকি চাইলে আলোচনাসভাতেও বলতে পারেন।
 
ভবিষ্যতে সম্পাদনার সময় উল্লেখিত এই বিষয়গুলির প্রতি বিশেষ দৃষ্টি রাখুন।
 
({{উত্তর|MdsShakil|Yahya|Meghmollar2017}} আর কিছু বাদ পড়লে তা এখানে উল্লেখ করে দিতে অনুরোধ করছি) -- [[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ০২:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)