উইকিপিডিয়া আলোচনা:অনির্ভরযোগ্য উৎসসমূহের তালিকা/ছাঁকুনি ১৬: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৩ নং লাইন:
[[ব্যবহারকারী:NahidSultan]] - এমন ব্যবস্থা কি করা যায় না যে, বার্তার সাথে উৎসের নামও বলে দেবে, যার কারণে সম্পাদনা সংরক্ষণ রহিত করা হয়েছে? তাহলে ভালো হয়, অন্তত খড়ের গাদায় সূঁচ খুঁজতে হয় না! [[ব্যবহারকারী:Meghmollar2017|-- আদিভাই]] ([[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]]) ০৯:৩৬, ২৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
:লিংক কালোতালিকা করার দুইটি উপায়। একটি হলো: [[:মিডিয়াউইকি:Spam-blacklist]] এবং অপরটি হলো এটি। প্রথমটিতে, যুক্ত করার মানে হলো ওখানে যুক্ত যেকোন লিংক বাংলা উইকিপিডিয়ার কোন নামস্থানেই যুক্ত করা যাবে না বা ওখানকার লিংক অন্য কোন নামস্থানে যুক্ত করার প্রয়োজন নেই। প্রথমটির মাধ্যমে কোন লিংক ধরা পড়লে সেটি নির্দিষ্ট লিংকই দেখায়। প্রথমে যখন আলোচনা হলো তখন শুধুমাত্র এটি ব্যবহারের ব্যাপারেই আলাপ হচ্ছিল। কিন্তু তাতে যে সমস্যা হয়েছে সেটা হল, ব্লগ, সামাজিক যোগাযোগ বা ফোরাম ইত্যাদি ব্যবহারকারীগণ তাদের ব্যবহারকারী পাতা, বা বিভিন্ন আলাপে ব্যবহার করেন। এটি করলে সেই কাজটি আর করা সম্ভব হবে না। এরপর এই ছাঁকুনিটি তৈরি করা হয় যে, স্প্যাম তার স্থানেই থাক। বরং অনির্ভরযোগ্য সাইটগুলো আলাদা করা হোক এমনভাবে যাতে সেগুলো শুধু নিবন্ধ নামস্থানে ব্যবহার না করা যায়। এর একটি সমস্যা হলো, এখানে লিংক নির্দিষ্ট করে দেখায় না এবং এটা এখন প্রযুক্তিগতভাবে সম্ভব নয়। আর এজন্য, ওখানে বানানোর সময় যে লিংক যুক্ত করা হয়েছিল তার থেকে বাড়ানো হয়নি এবং যতটা সম্ভব কম লিংক রাখার চেষ্টা করি। ৯০% ক্ষেত্রে ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস যুক্ত ডোমেইন এটার মাধ্যমে ধরা পড়ে সুতরাং খুব একটা অনুসন্ধানেরও প্রয়োজন নেই যদি ব্যবহারকারীগণ উৎসের নির্ভরযোগ্যতা সম্পর্কে একটু সতর্ক থাকেন। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ১১:১৫, ২৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
 
== নির্দিষ্ট কিছু কালোতালিকাতে স্থানান্তর ==
 
অনির্ভরযোগ্য তালিকার কোন লিংক মিলে গেলে ব্যবহারকারীকে নির্দিষ্ট কোন লিংকটি মিলেছে তা ছাঁকুনি সতর্কতায় দেখায় না যার ফলে ব্যবহারকারীকে এই তালিকাতে এসে খুঁজতে হয়। খুব বেশি লিংক এখানে রাখলে ব্যবহারকারীর সময় অপচয় একটু বেশিই হয়। বেশ অনেকদিন লগ পর্যবেক্ষণে দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে জনপ্রিয় ব্লগ সাইটগুলো ব্যবহারকারীগণের সম্পাদনায় বেশি মিলে যায়। এছাড়া, জনপ্রিয়গুলোই অন্য নামস্থানে ব্যবহার হতে পারে বাকীগুলো এমনিতেও অন্য নামস্থানে ব্যবহার না হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং ব্যবহারকারীদের সময় বাঁচাতে এবং লিংক সহজে খুঁজে পেতে নিচেরগুলো এখান থেকে কালোতালিকাতে স্থানান্তর করা হলো।
\bporua\.com\.bd\b
\bnokkhotro\.com\b
\bboi-mela\.com\b
\bvirtualbangladesh\.com\b
\bamarboi\.com\b
\bbanglagallery\.com\b
\bnishorga\.com\b
\bshort-biography\.com\b
\bcalcuttayellowpages\.com\b
\bebanglalibrary\.com\b
\bebanglatravel\.com\b
\bsristisukh\.com\b
\bguruchandali\.com\b
\babasar\.net\b
\bkaurab\.com\b
\bebanglamusic\.org\b
\bonline-dhaka\.com\b
\boffroadbangladesh\.com\b
\btour\.com\.bd\b
\bbissoy\.com\b
\badarbepari\.com\b
\blekhaporabd\.com\b
\bbdnovels\.org\b
\bboiwala\.com\b
\bbanglarkobita\.com\b
\bbdaffairs\.com\b
\bwebbangladesh\.com\b
\bcalcuttaweb\.com\b
\bcharpoka\.org\b
\bdoridro\.net\b
\bmusic\.com\.bd\b
\bbigganjatra\.org\b
\bmilansagar\.com\b
\broddure\.com\b
\bchoturmatrik\.com\b
\bbeshto\.com\b
'''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ২২:১২, ৭ মার্চ ২০২০ (ইউটিসি)
"অনির্ভরযোগ্য উৎসসমূহের তালিকা/ছাঁকুনি ১৬" প্রকল্প পাতায় ফিরুন।