বিশর ইবনু বারা (হিজরি ৭ বা ৮ / ৬২৮ বা ৬২৯ খ্রিষ্টাব্দ; আরবি: بِشْرِ بْن بَراء) ছিলেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি। তিনি হাজরাজ গোত্রের সালামা শাখা, অর্থাৎ বনি সালামা গোত্রভুক্ত ছিলেন।[]

তাঁর পিতার নাম ছিল বারা ইবনু মা‘রুর এবং মাতার নাম ছিল হালিসা বিনতে কায়স[] হিজরতের আগেই তিনি তাঁর পিতা বারা ইবনু মা‘রুরের সঙ্গে ইসলাম গ্রহণ করেন।[]

বিশর ইবনু বারা বদর, উহুদ এবং খন্দকসহ বেশিরভাগ গাজওয়াতে অংশগ্রহণ করেন।[][]

বর্ণনা করা হয়েছে যে, হিজরতের সপ্তম বর্ষে খায়বার যুদ্ধে অংশগ্রহণের সময় বিশর ইবনু বারা কিছু সাহাবির সঙ্গে ছিলেন। তখন এক ইহুদি নারী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষমিশ্রিত মাংস পরিবেশন করলে, তিনি তাতে অংশগ্রহণ করেন এবং এতে বিষক্রিয়ায় আক্রান্ত হন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ইবন হিশাম, আস-সিরাতুন্নবাবিয়্যাহ, খণ্ড ১, পৃষ্ঠা ৬৯৭; খণ্ড ৩, পৃষ্ঠা ৩৫৮; ইবন আব্দুলবার, আল-ইসতিয়াব, খণ্ড ১, পৃষ্ঠা ১৬৭।
  2. ইবন হাযর, আল-ইসাবা, খণ্ড ৮, পৃষ্ঠা ১০৭।
  3. ইবন সাদ, আত-তাবাকাতুল কুবরা, খণ্ড ৩, পৃষ্ঠা ৫৭০; ইবন হিশাম, আস-সিরাতুন্নবাবিয়্যাহ, খণ্ড ২, পৃষ্ঠা ৮৬।
  4. ওয়াকিদি, আল-মাগাজি, খণ্ড ১, পৃষ্ঠা ১৬৯, ২৪৩; খণ্ড ২, পৃষ্ঠা ৬৭৭–৬৭৮; ইবন হিশাম, আস-সিরাতুন্নবাবিয়্যাহ, খণ্ড ২, পৃষ্ঠা ৩৩৩, ৩৫৪; খণ্ড ৩, পৃষ্ঠা ৩৪২, ৩৫২, ৩৫৮; ইবন সাদ, আত-তাবাকাতুল কুবরা, খণ্ড ৩, পৃষ্ঠা ৫৭১; শায়খ তুসি, রিজাল, পৃষ্ঠা ৯।
  5. http://tr.wikishia.net/view/Bi%C5%9Fr_b._Bera ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ এপ্রিল ২০১৬ তারিখে।
  6. ওয়াকিদি, আল-মাগাজি, খণ্ড ১, পৃষ্ঠা ৬৭৮; ইবন হিশাম, আস-সিরাতুন্নবাবিয়্যাহ, খণ্ড ২, পৃষ্ঠা ১০৩–১০৪; খালিফা, তারিখ, খণ্ড ১, পৃষ্ঠা ৫২।