বিরঝরা মহাবিদ্যালয়

বিরঝরা মহাবিদ্যালয় হল একটি শিক্ষাদান-সংক্রান্ত মহাবিদ্যালয়। সাধারণত, এটি বিরঝরা সায়েন্স কলেজ নামেই বেশি পরিচিত। এটি ১৯৮৬ সালে বঙাইগাঁও, আসাম, ভারতে প্রতিষ্ঠা করা হয়।

বিরঝরা মহাবিদ্যালয়
অন্যান্য নাম
সায়েন্স কলেজ, বঙাইগাঁও
ধরনগুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মহাবিদ্যালয়
স্থাপিত১৯৮৬ (৩৮ বছর আগে) (1986)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
গুয়াহাটি বিশ্ববিদ্যালয়[১]
অধ্যক্ষখণীন্দ্র কুমার শর্মা
অবস্থান, ,
ভারত
শিক্ষাঙ্গনশহুরে
ওয়েবসাইটwww.birjhoramahavidyalaya.in
মানচিত্র

পঠনীয় বিষয়সমূহ সম্পাদনা

কোর্সগুলি সম্পাদনা

বিরঝরা মহাবিদ্যালয় একটি বহু-পাঠ্যক্রমবিশিষ্ট(স্নাতক বিজ্ঞান, তথ্য প্রযুক্তি) ও সহ-শৈক্ষিক স্নাতক মহাবিদ্যালয় যা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। প্রথাগত স্নাতক বিষয় ছাড়াও, মহাবিদ্যালয়টিতে তথ্য প্রযুক্তি(ইনফরমেশন টেকনোলোজি)-তেও বহু কোর্স আছে। মহাবিদ্যালয়টিতে উপলব্ধ কোর্সগুলি হল:

  • তিন বছরের বিজ্ঞানে স্নাতক (সম্মান) কোর্স (ষাণ্মাসিক পদ্ধতি)
  • তিন বছরের বিজ্ঞানে স্নাতক (সাধারণ) কোর্স (ষাণ্মাসিক পদ্ধতি)
  • তিন বছরের বৃত্তিমূলক শিক্ষায় তথ্য প্রযুক্তিতে স্নাতক (ষাণ্মাসিক পদ্ধতি)
  • তথ্য প্রযুক্তিতে সার্টিফিকেট কোর্স (এক বছর)
  • কম্পিউটার অ্যাপলিকেশন-এ স্নাতকোত্তর ডিপ্লোমা (পিজিডিসিএ, PGDCA)
  • মাশরুম চাষ-এ সার্টিফিকেট কোর্স

বিষয়সমূহ সম্পাদনা

  • স্নাতকের(সম্মান, honours)বিষয়সমূহ - গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, পরিসংখ্যান
  • স্নাতকের(সাধারণ, general)বিষয়সমূহ - ইংরেজি, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, তথ্য প্রযুক্তি

শিক্ষার অন্যান্য মাধ্যমসমূহ সম্পাদনা

উপরের বিষয়সমূহ ছাড়াও, দূর শিক্ষা কোর্সের মাধ্যমেও অনেক বিষয় পড়ানো হয়। মহাবিদ্যালয়ে দূর শিক্ষা দায়ী প্রতিষ্ঠানসমূহ হল

  • ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU)
  • কৃষ্ণ কান্ত সন্দিকি রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয় (KKHSOU)
  • ইনস্টিটিউট অব্ ডিসটেন্ট লার্নিং, গুয়াহাটি বিশ্ববিদ্যালয় (IDOL)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Archived copy"। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা