বিম্বিসার (চলচ্চিত্র)

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু ভাষার চলচ্চিত্র

বিম্বিসার হলো ২০২২ সালের ভারতীয় তেলুগু ভাষার মারপিটধর্মী কাল্পনিক চলচ্চিত্র। ছবিটির কাহিনী লিখেছেন এবং ছবিটি পরিচালনা করেছেন ডেবুটেন্ট পরিচালক মল্লিদি বশিষ্ঠ। নন্দমুরি কল্যাণ রামের এনটিআর আর্টস-এর ব্যানারের অধীনে ছবিটি প্রযোজনা করেছেন হরি কৃষ্ণ কে। এতে অভিনয় করেছেন নন্দমুরি কল্যাণ রাম, ক্যাথরিন ত্রেসা, সংযুক্তা মেনন ও প্রকাশ রাজ।

বিম্বিসার
পেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকমল্লিদি বশিষ্ঠ
প্রযোজকহরি কৃষ্ণ কে
রচয়িতামল্লিদি বশিষ্ঠ
সংলাপবাসুদেব মুনেপ্পাগরী
শ্রেষ্ঠাংশে
সুরকারস্কোর:
এম.এম. কিরবাণী
সংগীত:
এম.এম. কিরবাণী
চিরন্তন ভাট
চিত্রগ্রাহকছোটা কে নাইডু
সম্পাদকতামি রাজু
প্রযোজনা
কোম্পানি
এনটিআর আর্টস
মুক্তি
  • ৫ আগস্ট ২০২২ (2022-08-05)
স্থিতিকাল১৪৭ মিনিট[]
দেশভারত
ভাষাতেলুগু
নির্মাণব্যয়৪০ কোটি[][]

অভিনয়ে

সম্পাদনা
  • রাজা বিম্বিসার এবং দেবদত্তের দ্বৈত চরিত্রে নন্দমুরি কল্যাণ রাম
  • প্রিন্সেস ইরা চরিত্রে ক্যাথরিন ট্রেসাস
  • বৈজয়ন্তীর চরিত্রে যুক্তা মেনন
  • বিশ্বনন্দন ভার্মার চরিত্রে প্রকাশ রাজ
  • সুব্রামণ্য শাস্ত্রীর চরিত্রে ভিভান ভাতেনা
  • প্রসাদম চরিত্রে ভেনেলা কিশোর
  • জুবেলার চরিত্রে শ্রীনিবাস রেড্ডি
  • ব্রহ্মাজী ব্রহ্মলোক রূপে
  • কেথু চরিত্রে আয়াপ্পা পি শর্মা
  • রাজীব কনকলা
  • সাই কিরণ
  • পুরোহিতের ভূমিকায় তানিকেল্লা ভারানি
  • দেবদত্তের সঙ্গী হিসেবে বিভা হর্ষ
  • একটি গানে বিশেষ চরিত্রে ওয়ারিনা হোসেন
  • রাফসান শাহরিয়ার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Makers of Telugu historical epic 'Bimbisara' lock runtime at 146 minutes - Times of India"The Times of India 
  2. "Kalyan Ram's 'Bimbisara – I ' scheduled for a Diwali release?"। Times of India। ২০২১-০৯-২১। 
  3. Vyas (২০২১-০৯-২২)। "Bimbisara to head for a release during Diwali!"The Hans India 

বহিঃসংযোগ

সম্পাদনা