বিমল তরফদার

বাংলাদেশী অ্যাথলেটিকস প্রতিযোগী

বিমল চন্দ্র তরফদার (জন্ম: ৬ জুলাই ১৯৭৪) বাংলাদেশের একজন সাবেক অ্যাথলেটিকস স্প্রিন্টার। তিনি কলম্বোতে অনুষ্ঠিত ১৯৯১ দক্ষিণ এশীয় গেমসে ১০০মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জিতেছিলেন।[১][২]

বিমল চন্দ্র তরফদার
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাবাংলাদেশী
জন্ম (1974-07-06) ৬ জুলাই ১৯৭৪ (বয়স ৪৯)
ক্রীড়া
ক্রীড়াট্রাক অ্যান্ড ফিল্ড
বিভাগস্প্রিন্ট

তরফদার ১৯৯৪ কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেছিলেন। তরফদার ১৯৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ১০.৯৮ এ নথিভূক্ত হন, যা দ্বিতীয় পর্বে উর্ত্তিণ হওয়ার জন্য যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট ছিল না। তার সবচেয়ে সেরা ছিল ১০.৫৭, যা ১৯৯৬ সালে তৈরি করেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "100m looks distant"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১০-০১-১৮। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৫ 
  2. "No ray of hope in athletics" (ইংরেজি ভাষায়)। New Age। ২০১৬-০১-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Archived copy"। ২০১৬-০৯-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১৯  Stats