বিমল কর (ফুটবলার)

বাংলাদেশী ফুটবলার

বিমল কর (৯ জুন ১৯৩৭-১৯ সেপ্টেম্বর ২০২৪) হলেন স্বাধীন বাংলা ফুটবল দলের একজন সদস্য।[][]

বিমল কর
ব্যক্তিগত তথ্য
জন্ম (১৯৩৭-০৬-০৯)৯ জুন ১৯৩৭
জন্ম স্থান ফেনী
মৃত্যু ১৯ সেপ্টেম্বর ২০২৪(2024-09-19) (বয়স ৮৭)
মৃত্যুর স্থান নোয়াখালী, বাংলাদেশ
স্বাধীন বাংলা
বাংলাদেশ

প্রথমিক জীবন

সম্পাদনা

বিমল ১৯৩৭ সালের ৯ জুন ফেনী জেলার পরশুরাম গ্রামে তার জন্মগ্রহণ করেছিলেন।

ক্যারিয়ার

সম্পাদনা

বিমল ১৯৭১ সালে ভারতের বিভিন্ন স্থানে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলে মুক্তিযুদ্ধের জন্য তহবিল গঠনে সহায়তা করেছিলেন তিনি। স্বাধীনতার পর ভিক্টোরিয়া ও ওয়ান্ডারার্সের হয়ে খেলার পর ফিরে যান চট্টগ্রামে। ঢাকার আজাদ স্পোর্টিং, ভিক্টোরিয়া, মোহামেডান, পিডিবি, রেলওয়ে, কাস্টমস এবং চট্টগ্রামের প্রথম সারির বিভিন্ন দলের হয়ে তিনি খেলেছিলেন। পরে বাফুফের প্রথম সারির ফুটবল রেফারি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।[][]

মৃত্যু

সম্পাদনা

বিমল ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত চার বছর ঢাকায় সন্তানদের সঙ্গে ছিলেন।[][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "স্বাধীন বাংলা ফুটবল দল"উইকিপিডিয়া। ২০২৪-০৫-০৪। 
  2. "৫১ বছর আগে স্বাধীন বাংলা ফুটবল দলের যে গৌরবময় ইতিহাসের শুরু নদীয়া থেকে"দৈনিক প্রথম আলো। ২০২২-০৭-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৯ 
  3. "হাসি-আড্ডা আর আগুনঝরা দিনগুলোতে ফেরা...স্বাধীন বাংলা দলের এক বিকেল"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৯ 
  4. "একত্রিত হলো স্বাধীন বাংলা ফুটবল দল"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৯ 
  5. "স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল কর চলে গেলেন"স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল কর চলে গেলেন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৯ 
  6. "চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল কর"banglanews24.com। ২০২৪-০৯-১৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৯ 
  7. "চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল কর"Jamuna Television (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৯-১৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৯