বিবি জামাল খাতুন (ফার্সি: بيبی جمال خاتون ) (মৃত্যু ২ মে ১৬৪৭)[১] একজন নারী সুফি সাধক ছিলেন যিনি সিন্ধু প্রদেশের সেহওয়ানে বাস করতেন।

বিবি জামাল খাতুন
بيبی جمال خاتون ‎
মৃত্যু২ মে ১৬৪৭
মূল আগ্রহসুফিবাদ, ঐশ্বরিক প্রেম

জীবনী সম্পাদনা

বিবি জামাল খাতুনের জীবনী সম্পর্কে জানার একমাত্র মাধ্যম হল দারা শিকোহ কর্তৃক কাদেরিয়া তরিকার পীরদের নিয়ে রচিত সাকিনাত আল-আওলিয়া র দ্বিতীয় অধ্যায়, যেটি লেখা হয়েছে বিবি জামাল খাতুনকে নিয়ে।[২]

বিবি জামাল খাতুনের মা ছিলেন বিবি ফাতিমা, যিনি সুফি সাধক কাদি কাদানের (মৃত্যু: ১৫৫১) কন্যা। বিবি ফাতিমার স্বামী তার বিয়ের অল্প কিছুদিন পরেই মারা যান। ফলশ্রুতিতে তাকে তার সন্তানদের তার বাবার বাড়িতে মানুষ করতে হয়।

বিবি ফাতিমার প্রত্যেকটি সন্তানই সুফিবাদে আগ্রহী ছিলেন। তার ছেলে মিয়া মির সুফিবাদে জ্ঞানার্জনে সব ভাইবোনকে ছাড়িয়ে গিয়েছিলেন। মিয়া মির ১৬৩৫ সালে মৃত্যুবরণ করেছিলেন। বিবি জামিলা খাতুনের উপরে তার প্রভাব ছিল।[২]

দারা শিকোহ বিবি জামাল খাতুনকে 'সে সময়ের রাবেয়া বসরী' বলে অভিহিত করেছেন এবং তিনি অনেক অলৌকিক ক্ষমতা দেখাতে পারতেন বলে অভিহিত করেছেন।[৩]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

বিবি জামাল খাতুন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু, তার কোন সন্তান ছিল না। বিয়ের ছয় বছর পর তিনি স্বামী থেকে আলাদা হয়ে একটি কক্ষে নিজেকে আবদ্ধ করেন। সেখানে তিনি ইবাদতে লিপ্ত থাকতেন, কঠোর তপস্যা করতেন। বিয়ের দশ বছর পর বিবাহ বিচ্ছেদের মাধ্যমে অথবা তার স্বামীর মৃত্যুর মাধ্যমে বিবি জামাল খাতুনের বৈবাহিক জীবনের ইতি ঘটে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Rizvi, Saiyid Athar Abbas (১৯৮৩)। A History of Sufism in India2। New Delhi: Munshiram Manoharlal। পৃষ্ঠা 481। আইএসবিএন 978-81-215-0038-8 
  2. Ernst, Carl W. (২০১০)। "Bībī Jamāl Khātūn"। Fleet, Kate; ও অন্যান্য। Encyclopaedia of Islam (ইংরেজি ভাষায়) (3rd সংস্করণ)। Leiden: Brill। আইএসবিএন 9789004183902ডিওআই:10.1163/1573-3912_ei3_COM_23436 
  3. Ernst, Carl W. (১৯৯৭)। The Shambhala Guide to Sufism। Boston: Shambhala। পৃষ্ঠা 67আইএসবিএন 9781570621802