বিপিন পার্ক ময়মনসিংহ শহরের একটি পার্ক বা উদ্যান।

বিপিন পার্ক
বিপিন পার্ক
ধরনপার্ক
অবস্থানজুবলী ঘাট, ময়মনসিংহ সিটি কর্পোরেশন
নির্মিতআনুমানিক দুইশত বছর পূর্বে
পরিচালিতময়মনসিংহ সিটি করপোরেশন
অবস্থাব্রক্ষপুত্র নদ বিধৌত

ইতিহাস

সম্পাদনা

প্রায় ২০০ বছর আগে নির্মিত এই পার্কটি ময়মনসিংহের সর্বপ্রাচীন পার্ক।[] ১৯৪৭ সালের ডিসেম্বরে এই পার্কে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে এক ছাত্রসভা অনুষ্ঠিত হয়। ১৯৫২ সাল পর্যন্ত ভাষা আন্দোলনের একাধিক সভা এখানে অনুষ্ঠিত হয়।[] ভাষা আন্দোলন ছাড়াও পরে পাকিস্তানবিরোধী আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ সভা-সমাবেশ বিপিন পার্কে অনুষ্ঠিত হত। দেশের স্বাধীনতার পর পার্কটিতে রাজনৈতিক সভা-সমাবেশ কমে আসতে থাকে।

২০১৩ সালে কংগ্রেস জুবিলি রোডে 'থিমপার্ক' হিসেবে পার্কটি সংস্কার করে পুনর্নিমাণ করা হয়।[]

বর্ণনা

সম্পাদনা

বিপিন পার্কে নতুন করে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ঝর্ণা, বিভিন্ন স্থাপনা, ফুলের বাগান, পায়ে হাঁটা পথ, সীমানা প্রাচীর ও বসার বেঞ্চ। ব্রক্ষপুত্র নদ বিধৌত এ পার্কটির সৌন্দর্য্য উপভোগ করতে আসেন অসংখ্য দর্শনার্থী।ময়মনসিংহের ঐতিহাসিক স্থান হিসেবে বিরাজমান এ পার্কটি।


তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নির্মল পরিবেশে নজরকাড়া সৌন্দর্যের বিপিন পার্ক"banglanews24.com। ৫ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২২ 
  2. "ভাষা আন্দোলনের স্মৃতিময় স্থান, জানে না নতুন প্রজন্ম"কালের কণ্ঠ। ২২ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২২ 
  3. "নতুন সাজে বিপিন পার্ক"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২২