বিনায়ক-তেন

জাপানি বৌদ্ধ দেবতা

বিনায়ক-তেন বা বিনায়কাতেন(毘那夜迦天), গণপতি, কাঙ্গিতেন, কাঙ্কিতেন, শতেন, তাইশতেন, তাইশ-কাঙ্গিতেন, তেনশন, কাঙ্গি-চিজাইতেন, শতেন-সামা, ভিনায়কাতেন বা জবিতেন জাপানী বৌদ্ধ ধর্মের শিঙ্গনতেন্দাই শাখার একজন তেন বা দেবতা।[] তিনি হিন্দু ধর্মের দেবতা গণেশের জাপানী রূপ বলে গণ্য করা হয়। কোনো কোনো পণ্ডিতের মতে তিনি বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের রূপ।[][]

তাইশইন মন্দিরে বাম থেকে বেনজাইতেন, বিনায়কাতেন ও বিশামনতেন
তাইশ-কাঙ্গিতেন (প্রা. ১৮৩২–৫২), শিল্পী: ফিলিপ ফ্রাঞ্জ ভন সিবোল্ড। কাঙ্গিতেনকে বর্ণা করা হয়েছে একজন দ্বিবাহু দেবতা হিসেবে যার এক হাতে ত্রিশূল অন্য হাতে মূলা।

বিনায়কাতেনকে বৌদ্ধ ধর্মের তান্ত্রিক শাখাসমূহের সাথে যুক্ত করা হয়।[] যদিও তাকে হিন্দু গণেশের মতো হাতীর মাথাযুক্ত পুরুষ হিসাবে দেখানো হয়, তবে অধিকতর জনপ্রিয় রূপ হল পুরুষ ও মহিলার "দ্বৈত (শরীরযুক্ত) কাঙ্গিতেন"।

শতেন। বুসুজজুই, "বৌদ্ধধর্মের সংগৃহীত চিত্রাবলী (Collected Illustrations of Buddhist Images)"। প্রকাশিত ১৬৯০ (গেনরকু বর্ষ)।

বিনায়কাতেনের বিভিন্ন নাম আছে, যেমন, বিনায়কাতেন ~ হিন্দু বিনায়ক, গনবচি ~ হিন্দু গণপতি, গনব ~ গণেশ। গণেশের মত বিনায়কাতেনও বাধা-বিঘ্ন দূর করেন। তিনি শুভ, ভাল ভাগ্যর দেবতা।[] তান্ত্রিক বৌদ্ধত্বে জনপ্রিয় বিনায়কাতেন সুখ - সমৃদ্ধির দাতা।[] তার দ্বৈত রূপকে জাপানী ভাষায় শশিন কাঙ্গিতেন বা শশিন বিনায়ক বলা হয়, চীনা ভাষায় কুয়ান শি[], ও সংস্কৃত ভাষায় নন্দিকেশ্বর।.[]

পরবর্তী বিনায়কাতেন দুষ্ট প্রকৃতির, দ্বন্দ্ব ইত্যাদির সৃষ্টি করেন, এবং মানুষকে বিঘ্ন করতে প্রেরিত করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Frédéric, Louis (২০০২)। "Kangi-ten"। Japan Encyclopedia। Harvard University Press। পৃষ্ঠা 470।  (originally published in 1996, translated by Rothe, Kathe)
  2. Hanan, Patrick, সম্পাদক (২০০৩)। Treasures of the Yenching: the Seventy-fifth Anniversary Exhibit Catalogue of the Harvard-Yenching Library। the Harvard-Yenching Library of the Harvard College Library। পৃষ্ঠা 245–6। 
  3. Krishan page 164
  4. Krishan p. 168
  5. Buhnemann, Gudrun (2006). "Erotic forms of Ganesa in Hindu and Buddhist iconography". In Koskikallo, Petteri; Parpola, Asko. Papers of the th World Sanskrit Conference held in Helsinki, Finland, 13- July, 2003. Script and Image: Papers on Art and Epigraphy. 11.1. Motilal Banarsidass Publishers. pp. 19–20. ISBN 81-208-2944-1

টেমপ্লেট:জাপানী বৌদ্ধ দেবমণ্ডলী