বিনায়ক-তেন
বিনায়ক-তেন বা বিনায়কাতেন(毘那夜迦天), গণপতি, কাঙ্গিতেন, কাঙ্কিতেন, শতেন, তাইশতেন, তাইশ-কাঙ্গিতেন, তেনশন, কাঙ্গি-চিজাইতেন, শতেন-সামা, ভিনায়কাতেন বা জবিতেন জাপানী বৌদ্ধ ধর্মের শিঙ্গন ও তেন্দাই শাখার একজন তেন বা দেবতা।[১] তিনি হিন্দু ধর্মের দেবতা গণেশের জাপানী রূপ বলে গণ্য করা হয়। কোনো কোনো পণ্ডিতের মতে তিনি বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের রূপ।[১][২]
বিনায়কাতেনকে বৌদ্ধ ধর্মের তান্ত্রিক শাখাসমূহের সাথে যুক্ত করা হয়।[১] যদিও তাকে হিন্দু গণেশের মতো হাতীর মাথাযুক্ত পুরুষ হিসাবে দেখানো হয়, তবে অধিকতর জনপ্রিয় রূপ হল পুরুষ ও মহিলার "দ্বৈত (শরীরযুক্ত) কাঙ্গিতেন"।
নাম
সম্পাদনাবিনায়কাতেনের বিভিন্ন নাম আছে, যেমন, বিনায়কাতেন ~ হিন্দু বিনায়ক, গনবচি ~ হিন্দু গণপতি, গনব ~ গণেশ। গণেশের মত বিনায়কাতেনও বাধা-বিঘ্ন দূর করেন। তিনি শুভ, ভাল ভাগ্যর দেবতা।[৩] তান্ত্রিক বৌদ্ধত্বে জনপ্রিয় বিনায়কাতেন সুখ - সমৃদ্ধির দাতা।[৩] তার দ্বৈত রূপকে জাপানী ভাষায় শশিন কাঙ্গিতেন বা শশিন বিনায়ক বলা হয়, চীনা ভাষায় কুয়ান শি[৪], ও সংস্কৃত ভাষায় নন্দিকেশ্বর।.[৫]
পরবর্তী বিনায়কাতেন দুষ্ট প্রকৃতির, দ্বন্দ্ব ইত্যাদির সৃষ্টি করেন, এবং মানুষকে বিঘ্ন করতে প্রেরিত করেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Frédéric, Louis (২০০২)। "Kangi-ten"। Japan Encyclopedia। Harvard University Press। পৃষ্ঠা 470। (originally published in 1996, translated by Rothe, Kathe)
- ↑ Hanan, Patrick, সম্পাদক (২০০৩)। Treasures of the Yenching: the Seventy-fifth Anniversary Exhibit Catalogue of the Harvard-Yenching Library। the Harvard-Yenching Library of the Harvard College Library। পৃষ্ঠা 245–6।
- ↑ ক খ Krishan page 164
- ↑ ক খ Krishan p. 168
- ↑ Buhnemann, Gudrun (2006). "Erotic forms of Ganesa in Hindu and Buddhist iconography". In Koskikallo, Petteri; Parpola, Asko. Papers of the th World Sanskrit Conference held in Helsinki, Finland, 13- July, 2003. Script and Image: Papers on Art and Epigraphy. 11.1. Motilal Banarsidass Publishers. pp. 19–20. ISBN 81-208-2944-1