বিধুভূষণ ভট্টাচার্য

বিধুভূষণ ভট্টাচার্য (মৃত্যু: ২২ এপ্রিল ১৯৩০) ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। ১৮ এপ্রিল, ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন। জালালাবাদ পাহাড়ের যুদ্ধে বিজয়ী বাহিনীর অন্যতম ছিলেন। মস্তিষ্ক ও ঊরুতে গুলিবিদ্ধ হয়ে যুদ্ধক্ষেত্রেই মারা যান।[১]

বিধুভূষণ ভট্টাচার্য
জন্ম
মৃত্যু২২ এপ্রিল, ১৯৩০
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
নাগরিকত্বব্রিটিশ ভারত
পরিচিতির কারণচট্টগ্রামের অস্ত্রগার আক্রমণের ব্যক্তি
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি
আন্দোলনভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন

জন্মসম্পাদনা

বিধুভূষণ ভট্টাচার্যের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার লেসিয়ারায়।[১][২]

তথ্যসূত্রসম্পাদনা

  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৪৭০। আইএসবিএন 978-8179551356 
  2. রায়, প্রকাশ। বিস্মৃত বিপ্লবীবিপ্লবীদের জীবনী