বিধাননগর বিধানসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র
বিধাননগর বিধানসভা কেন্দ্র (ইংরেজি: Bidhannagar (Vidhan Sabha constituency)) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র।
বিধাননগর | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কলকাতার মানচিত্র অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৫′০″ উত্তর ৮৮°২৫′০″ পূর্ব / ২২.৫৮৩৩৩° উত্তর ৮৮.৪১৬৬৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর চব্বিশ পরগনা |
কেন্দ্র নং. | ১১৬ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ১৭. বারাসাত |
নির্বাচনী বছর | ১৯৮,৩১৮ (২০১১) |
এলাকা
সম্পাদনাভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ১১৬ নং বিধাননগর বিধানসভা কেন্দ্রটি বিধাননগর পৌরসংস্থা এবং ১৯, ২০ এবং ২৮ থেকে ৩৫ পর্যন্ত ওয়ার্ড গুলি দক্ষিণ দমদম পুরসভা এর অন্তর্গত।[১]
বিধাননগর বিধানসভা কেন্দ্রটি ১৭ নং বারাসাত লোকসভা কেন্দ্র এর অন্তর্গত। [১]
বিধানসভার বিধায়ক
সম্পাদনানির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
২০১১ | বিধাননগর | সুজিত বোস | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[২] |
২০১৬ | সুজিত বোস | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১৬
সম্পাদনা২৫ এপ্রিল ২০১৬ সালে নির্বাচন নির্ধারিত হয় এবং ১৯ মে ২০১৬ সালে এর ফলাফল ঘোষণা করা হয়।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | সুজিত বোস | ৬৬,১৩০ | ৪৩.৮৫ | -১৬.৬৮ | |
কংগ্রেস | অরুণাভ ঘোষ | ৫৯,১৪২ | ৩৮.৩২ | ||
বিজেপি | সুশান্ত রঞ্জন পাল | ২১,৭৩৫ | ১৪.০৮ | +১০.১৩ | |
বিএসপি | রঞ্জন মজুমদার | ১,১৬৩ | ০.৭৫ | ||
শিব সেনা | আনন্দ চন্দ্র | ৮৯৭ | ০.৫৮ | ||
নির্দল | মনমোহন গারোদিয়া | ৭৭১ | ০.৪৯ | ||
এসইউসিআই(সি) | তরুণ কুমার দাস | ৫৩৩ | ০.৩৪ | ||
নির্দল | পলাশ বিশ্বাস | ৩৭৯ | ০.২৪ | -০.৮৮ | |
নির্দল | কুনাল মজুমদার | ২৯৮ | ০.১৯ | ||
উপরের কেউ না | উপরের কেউ না | ৩,২৫৫ | ০.০২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬,৯৮৮ | ৪.৫২ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৪,৩০৩ | ||||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
২০১১
সম্পাদনা২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের সুজিত বোস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর পলাশ দাসকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | সুজিত বোস | ৮৮,৬৪২ | ৫৯.৫৩ | ||
সিপিআই(এম) | পলাশ দাস | ৫২,৭১৭ | ৩৫.৪০ | ||
বিজেপি | অশোক সরকার | ৫,৮৭৭ | ৩.৯৫ | ||
নির্দল | পলাশ বিশ্বাস | ১,৬৬৮ | ১.১২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৫,৯২৫ | ২৪.১৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৪৮,৯০৪ | ৭৫.০৮ | |||
তৃণমূল জয়ী (নতুন আসন) |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৯ জুন ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "West Bengal Assembly Election 2011"। Bidhannagar (ইংরেজি ভাষায়)। Empowering India। ৭ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১১।