বিদ্যুৎ বিভাগ
বিদ্যুৎ বিভাগ বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ও রক্ষণাবেক্ষণের সার্বিক পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি বিভাগ।[১] বিদ্যুৎ বিভাগ ২০২২ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে।[২]
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৯৯৮ |
সদর দপ্তর | বাংলাদেশ সচিবালয় |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী | |
দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী | |
সংস্থা নির্বাহী | |
ওয়েবসাইট | https://powerdivision.gov.bd/ |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পুনর্গঠনের অংশ হিসেবে ১৯৯৮ সালে বিদ্যুৎ বিভাগ প্রতিষ্ঠিত হয়।[৩] ২০০০ সালে বিভাগটি বিদ্যুৎখাতে একটি নবায়ন নীতি প্রণয়ন করে।[৪] ২০১৮ সালে বিদ্যুৎ বিভাগ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাথে মিলিতভাবে বাজেটের ৫% বরাদ্দ গ্রহণ করে।[৫] ২০১৯ সালের ২ জুন বিদ্যুৎ বিভাগ বেক্সিমকোর সাথে একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের ঘোষণা দেয়।[৬]
অধীন সংস্থা/কোম্পানি
সম্পাদনাউৎপাদন
সম্পাদনা- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)
- আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড (এপিএসসিএল)
- ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি)
- নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (নওপাজেকো)
- রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল)
- কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (সিপিজিসিবিএল)
- বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল)
সঞ্চালন
সম্পাদনা- পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)
বিতরণ
সম্পাদনা- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)
- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)
- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)
- ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)
- ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)
- নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)
পরামর্শক
সম্পাদনাশতভাগ বিদ্যুতের সাফল্য
সম্পাদনা২০২২ সালের মার্চ মাসে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় আসে। বর্তমানে দেশে ৪ কোটি ২১ লাখের বেশি বিদ্যুৎসংযোগ আছে। বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮টিতে। দেশে বর্তমানে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার ৫১৪ মেগাওয়াট। ১৩ হাজার ২১৩ কিলোমিটার সঞ্চালন লাইন এবং ৬ লাখ ২১ হাজার কিলোমিটার বিতরণ লাইনের মাধ্যমে দেশ জুড়ে এ বিদ্যুৎসেবা পরিচালিত হয়।[৭]
পুরস্কার
সম্পাদনামুজিববর্ষে দেশে শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ করার জন্য বিদ্যুৎ বিভাগ ২০২২ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে।[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Vision & Mission"। powerdivision.gov.bd। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯।
- ↑ স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বিদ্যুৎ বিভাগ, যুগান্তর, ২৩ মার্চ ২০২২
- ↑ Ebinger, Charles K. (২০১১)। Energy and Security in South Asia: Cooperation Or Conflict? (ইংরেজি ভাষায়)। Brookings Institution Press। পৃষ্ঠা 90। আইএসবিএন 9780815704119। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯।
- ↑ Riaz, Ali; Rahman, Mohammad Sajjadur (২০১৬)। Routledge Handbook of Contemporary Bangladesh (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন 9781317308768। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯।
- ↑ "2.7% more investment in energy div"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯।
- ↑ "Govt moves to terminate Beximco solar power deal"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯।
- ↑ শতভাগ বিদ্যুতের সাফল্যে বাংলাদেশ, ইত্তেফাক, ১৮ মার্চ ২০২২
- ↑ স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বিদ্যুৎ বিভাগ, যুগান্তর, ২৩ মার্চ ২০২২
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |