কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড

কোল পাওয়ার জেনারেশন সংস্থা বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি জ্বালানি সংস্থা। সংস্থার উদ্দেশ্য হল জ্বলন্ত কয়লা থেকে উৎপাদিত বিদ্যুৎ বৃদ্ধি করা। [১] মোঃ আবদুল মোত্তালিব এই সংস্থার ব্যবস্থাপনা পরিচালক।[২]

কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ
গঠিত২০১১
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটCoal Power Generation Company Bangladesh Limited

ইতিহাস

সম্পাদনা

কয়লা থেকে উৎপাদিত বিদ্যুৎ বৃদ্ধি এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীলতা হ্রাস করার লক্ষ্যে ১৯৯৪ সালের কোম্পানি আইনের অধীনে বাংলাদেশ সরকার কয়লা পাওয়ার জেনারেশন সংস্থা বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করেছিল। সংস্থাটি মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা করেছে।[৩]এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি সহায়ক সংস্থা।[৪] মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে উল্লেখযোগ্য বিলম্ব হয়েছে।[৫]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)cpgcbl.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০ 
  2. "Five years on, Matarbari coal-fired plant has no full-time project director yet"The Business Standard (ইংরেজি ভাষায়)। ৮ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০ 
  3. "Coal Power Generation Company Bangladesh Limited (CPGCBL)"mpemr.gov.bd (ইংরেজি ভাষায়)। ৬ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০ 
  4. "Coal-fired power difficult to part with"The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০ 
  5. "Little progress in large coal-fired power plant projects"Dhaka Tribune। ২১ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০