বিদ্যা সুব্রহ্মণ্যম

ভারতীয় লেখক

বিদ্যা সুব্রামানিয়াম (তামিল: வித்யா சுப்ரமணியம், জন্ম: ১৯৫৭) একজন তামিল লেখক। প্রায় তিন দশক ধরে তিনি উপন্যাসছোটগল্প লিখছেন। মাইলাপুরে জন্মগ্রহণ ও বেড়ে ওঠেছেন, তার ১০০টি বই রয়েছে এবং তামিলনাড়ু রাজ্য পুরস্কার সহ আরো পুরস্কার জিতেছেন। [১]

বিয়ন্ড দ্য ফ্রন্টিয়ার শিরোনামে তার ছোটগল্পের একটি সংকলন ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। তার দুটি ছোটগল্পও অনুবাদ করা হয়েছে এবং ব্লাফ্ট স্টেবলের অ্যান্থোলজি অফ তামিল পাল্প ফিকশন নামে একটি বইতেও স্থান পেয়েছে। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Vidhya Subramaniam"। Pustaka library। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৫ 
  2. Chakravarthy, Pritham (২০০৮)। The Blaft Anthology of Tamil Pulp Fiction। Blaft Publications। পৃষ্ঠা 178। আইএসবিএন 978-81-906056-0-1