বিদ্যাসাগর শিল্পতালুক

বিদ্যাসাগর শিল্পতালুক বা বিদ্যাসাগর ইন্ডস্ট্রিয়াল পার্ক হল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এর কাছে নারায়ণপুরে অবস্থিত একটি শিল্পতালুক। এই শিল্পতালুকটি মোট ১১৬৬.৬৪ একর জমি (৪.৭১ বর্গ কিলোমিটার) নিয়ে গড়ে উঠেছে। এটি পশ্চিমবঙ্গের একটি প্রধান শিল্পতালুক।

বিদ্যাসাগর শিল্পতালুক
শিল্পতালুক/ইন্ডাস্ট্রিয়াল পার্ক
বিদ্যাসাগর শিল্পতালুকের স্কাইলাইন
বিদ্যাসাগর শিল্পতালুক ভারত-এ অবস্থিত
বিদ্যাসাগর শিল্পতালুক
বিদ্যাসাগর শিল্পতালুক
স্থানাঙ্ক: ২২°১১′ উত্তর ৮৭°১১′ পূর্ব / ২২.১৯° উত্তর ৮৭.১৯° পূর্ব / 22.19; 87.19
দেশভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাপশ্চিম মেদিনীপুর জেলা
শহরখড়গপুর
প্রধান শিল্প গোষ্ঠীটাটা-হিতাচি
প্রধান শিল্পমেশিনারি (মাটি কাটা যন্ত্র)
আয়তন
 • মোট৪.৭১ বর্গকিমি (১.৮২ বর্গমাইল)

শিল্প গোষ্ঠী সম্পাদনা

 
টাটা-হিতাচি কারখানার প্রবেশদ্বার
  • টাটা-হিতাচি- এই শিল্পতালুকে ভারত এর টাটা ও জাপান এর হিতাচি গোষ্ঠী মিলে একটি শিল্প ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্র নির্মাণ কারখানা গড়ে তুলেছে। এরা মাটি কাটা যন্ত্র নির্মাণ করে। পরে ডাম্পার ট্রাক নির্মাণের কথা রয়েছে।
  • গোদরেজ একরোভার।

বিনিয়োগ সম্পাদনা

টাটা-হিতাচি গোষ্ঠী প্রথম পর্যায়ে ₹৫৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। পরবর্তী পর্যায়ে আরও ২০০ কোটি টাকা বিনিয়োগের কথা রয়েছে।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দু'বছরে খড়গপুরে ২০০ কোটি বিনিয়োগ করবে টাটা-হিতাচি"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৭-০৯-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা