বিদ্যানগর কলেজ
বিদ্যানগর কলেজ ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর ২ নং উন্নয়ন ব্লকের বিদ্যানগরে অবস্থিত স্নাতকস্তরের মহাবিদ্যালয়। কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বারা অনুমোদিত।
ধরন | স্নাতকস্তরের মহাবিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২৯ জুলাই ১৯৬৩ |
অধিভুক্তি | কলকাতা বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | সূর্যপ্রকাশ আগরওয়াল |
ঠিকানা | নিবারণ দত্ত রোড,বিদ্যানগর, পো - চড়াশ্যামদাস , , , ৭৪৩ ৫০৩ , ২২°২৩′০৯″ উত্তর ৮৮°১৪′০৫″ পূর্ব / ২২.৩৮৫৮৩৬° উত্তর ৮৮.২৩৪৭৭৩৬° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহরতলী |
ওয়েবসাইট | Vidyanagar College |
ইতিহাস
সম্পাদনাকলকাতা মহানগরীর প্রাণকেন্দ্র হতে ৩০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ-পশ্চিম শহরতলীতে অবস্থিত এই কলেজটি ১৯৬৩ সালের ২৯ শে জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল। স্থানীয় যুববৃন্দের সামগ্রিক বিকাশের জন্য দূরদর্শী সমাজসেবী ও শিক্ষাব্রতী স্বর্গত ধীরেন্দ্রনাথ বেরা ও স্বর্গত হরেন্দ্রনাথ মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটির স্থাপনা সম্ভব হয়েছিল। প্রথমে কলেজটির বাড়িঘর কিছুই ছিল না। সাতজন শিক্ষক ও সত্তরজন ছাত্র নিয়ে কলেজটির সূত্রপাত। প্রথম অধ্যক্ষ ছিলেন সুশীলকুমার চট্ট্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই যে, কলেজ সূত্রপাতের সময় থেকেই ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণবকুমার মুখাপাধ্যায় এই কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক (১৯৬৩ - ১৯৬৯) ছিলেন। তারই প্রচেষ্টায় কলেজের প্রেক্ষাগৃহ, প্রশাসনিক ভবনসহ তিনটি ভবন নির্মিত হয়। ২০১৩ সালের জানুয়ারি মাসে এগুলির শিলান্যাস ও ২০১৬ সালের ৭ ই জানুয়ারি উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।[৩] প্রথমে কলা বিভাগের পঠনপাঠন দিয়ে পড়াশোনা শুরু হলেও বর্তমানে কলা, বিজ্ঞান ও কমার্স বিভাগের সাম্মানিকসহ প্রধান বিষয়ে শিক্ষাদানে ব্যবস্থা আছে।
বিভাগসমূহ
সম্পাদনাবিজ্ঞান
সম্পাদনা- রসায়ন
- পদার্থবিজ্ঞান
- গণিত
- উদ্ভিদবিদ্যা
- প্রাণিবিদ্যা
শিল্প ও বাণিজ্য
সম্পাদনা- বাংলা
- ইংরেজি
- ইতিহাস
- রাষ্ট্রবিজ্ঞান
- দর্শন
- শিক্ষা
- বাণিজ্য
স্বীকৃতি
সম্পাদনাবিদ্যানগর কলেজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্বারা স্বীকৃত। [৪]
উল্লেখযোগ্য অনুষদ
সম্পাদনা- প্রণব মুখোপাধ্যায়, ভারতের রাষ্ট্রপতি
- পবিত্র মুখোপাধ্যায়, বাঙালি কবি
আরো দেখুন
সম্পাদনা- কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত কলেজগুলির তালিকা
- ভারতের শিক্ষা ব্যবস্থা
- পশ্চিমবঙ্গে শিক্ষা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Affiliated College of University of Calcutta"। ১৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ "Vidyanagar College Mingle Box Page"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "অতীতে বুঁদ, বিষন্নতাও ঘুরল রাষ্ট্রপতিকে"। সংগ্রহের তারিখ ২০২১-০২–০৮। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ Colleges in WestBengal, University Grants Commission