বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ

বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ হল ভারতের কলকাতার একটি কলেজ। এটি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিসহ বিজ্ঞান, কলা এবং বাণিজ্য কোর্স প্রদান করে এবং এটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত।[১][২] এটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), [৩] এবং ভারতের জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ (এনএএসি) কর্তৃক স্বীকৃত।[৪]

বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ
ধরনস্নাতক কলেজ
স্থাপিত১৯৫০; ৭৪ বছর আগে (1950)
অধিভুক্তিকলকাতা বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষড. রাজ্যশ্রী নিয়োগী
ঠিকানা
৮, ২ বিজয়গড়, যাদবপুর
, , ,
৭০০০৩২
,
২২°৩৪′১০″ উত্তর ৮৮°২২′০২″ পূর্ব / ২২.৫৬৯৫৩৪৪° উত্তর ৮৮.৩৬৭২১৪৫° পূর্ব / 22.5695344; 88.3672145
শিক্ষাঙ্গনশহুরে
ওয়েবসাইটwww.vijaygarhjrcollege.com
মানচিত্র

প্রতিষ্ঠা সম্পাদনা

জমিটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং একজন ব্যক্তিগত জমিদারের মালিকানাধীন ছিল। ১৯৫০ সালের জুন মাসে সন্তোষ কুমার দত্ত, ভূপেন্দ্র লাল নাগ, অধ্যাপক ড. সমর চৌধুরী ও অধ্যাপক ড. সুকুমার চক্রবর্তী কলেজের সম্ভাব্য স্থান হিসেবে সামরিক ব্যারাকের দিকে নজর দেন। কলেজটি অবশেষে ২ নভেম্বর ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়। অধ্যাপক ড. প্রশান্ত কুমার বসুর নেতৃত্বাধীন প্রথম পরিচালনা কমিটির সদস্য ছিলেন ড. ত্রিগুণা সেন, ধীরেন্দ্রনাথ রায়চৌধুরী, নগেন্দ্রনাথ পাল, সুকুমার গুপ্ত, ড. মাখনলাল রায়চৌধুরী প্রমুখ বিশিষ্ট শিক্ষাবিদ।

বিভাগসমূহ সম্পাদনা

কলা সম্পাদনা

  • ইংরেজি
  • ইতিহাস
  • সাংবাদিকতা ও গণযোগাযোগ
  • বাংলা
  • শিক্ষা
  • রাষ্ট্রবিজ্ঞান
  • দর্শন

বিজ্ঞান সম্পাদনা

  • উদ্ভিদবিদ্যা
  • অণুজীববিজ্ঞান
  • পদার্থবিদ্যা
  • রসায়ন
  • গণিত
  • শারীরবিদ্যা
  • প্রাণিবিদ্যা
  • পরিবেশ বিজ্ঞান
  • কম্পিউটার অ্যাপ্লিকেশন

বাণিজ্য সম্পাদনা

  • বাণিজ্য
  • হিসাববিজ্ঞান এবং ফিনান্স
  • অর্থনীতি

সার্টিফিকেট কোর্স সম্পাদনা

  • চলচ্চিত্র নির্মাণ এবং টেলিভিশন প্রযোজনা
  • ওয়েব সাংবাদিকতা, অ্যানিমেশন এবং গ্রাফিক্স ডিজাইন
  • সংবাদপত্র প্রতিবেদন এবং সম্পাদনা
  • কর্মসংস্থান দক্ষতা
  • জনসংযোগ
  • রেডিও প্রোডাকশন
  • সংবাদ পাঠ এবং উপস্থাপনা

মাস্টার্স ডিগ্রী সম্পাদনা

উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র সম্পাদনা

  • ত্রিগুণা সেন, ভারত সরকারের শিক্ষা বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী। পদ্মভূষণ পেয়েছেন।
  • চিন্ময় গুহ, বাংলা প্রাবন্ধিক এবং অনুবাদক, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তিনটি নাইটহুড এবং একটি সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক ভূষিত।

স্বীকৃতি সম্পাদনা

বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা স্বীকৃত এবং ভারতের জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ দ্বারা স্বীকৃত। কলেজটির একটি ভাল একাডেমিক রেকর্ড রয়েছে এবং মেধাবী ছাত্ররা কলেজের একটি সম্পদ হিসাবে স্বীকৃত। কলেজের নিয়মিত ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আরও পড়াশোনার জন্য বৃত্তি প্রদান করা হয়। কলেজের ছাত্রদের রাজ্য ও জেলা পর্যায়ে খেলাধুলায় বেশ কিছু খেতাব ও পদক অর্জনের সুনাম রয়েছে [৫] [৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Affiliated College of University of Calcutta"। ১৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Affiliated|Colleges"www.caluniv.ac.in। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. "Welcome to UGC, New Delhi, India"www.ugc.ac.in। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৯ 
  4. "NAAC - Accreditation Status"www.naac.gov.in। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯ 
  5. Colleges in West Bengal, University Grants Commission ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ নভেম্বর ২০১১ তারিখে
  6. "NAAC - Accreditation Status"www.naac.gov.in। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা