বিচিত্র বীণা (সংস্কৃত: विचित्र वीणा হল একটি দণ্ড বাদ্যযন্ত্র। এটি হিন্দুস্তানী সংগীতে ব্যবহৃত একটি তন্তু বাদ্যযন্ত্র। কর্ণাটকী সঙ্গীতের গোট্টুবাদ্যমের (চিত্রা বীণা) মত এর কোনও ফ্রেট নেই এবং এটি একটি স্লাইড দিয়ে বাজানো হয়।[১]

বিচিত্রা বীণা বাদনে গোপাল কৃষ্ণ

গঠনসম্পাদনা

বিচিত্রা বীণা প্রাচীন একতন্ত্রী বীণের আধুনিক রূপ।[২] এটি একটি বিস্তৃত, ফ্রেট বিহীন, অনুভূমিক বাহু বা ক্রসবার (দণ্ড) দিয়ে তৈরি। এটি প্রায় তিন ফুট দীর্ঘ এবং ছয় ইঞ্চি চওড়া। হাতির দাঁত দিয়ে সজ্জিত দুটি বৃহৎ অনুরণনক (শুকানো লাউ থেকে তৈরি, টুম্বা) দুই প্রান্তের নীচে সংযুক্ত থাকে। বাদ্যটির সরু প্রান্তগুলি, ভারতের জাতীয় পাখি ময়ূয়ের মাথার অনুকরণে তৈরি করা হয়।

তন্তুসম্পাদনা

এতে চারটি মূল বাদন তন্তু এবং পাঁচটি সহায়ক তন্তু (চিকারি) রয়েছে, যেগুলিকে গুঞ্জন প্রভাব আনার জন্য কনিষ্ঠ আঙুল দিয়ে বাজানো হয়। তাদের নিচে উপযুক্ত রাগের পর্দায় সুরযুক্ত ১৩টি সাহায্যকারী তন্তু রয়েছে। এই বীণাতে পাঁচটি অষ্টক পর্যন্ত বাজানো যায়। সেতারে যেমন ব্যবহার হয়, তেমন দুটি মিজরাব বাদকেরা তাঁদের ডান হাতের মধ্যমা এবং তর্জনী আঙ্গুলে পরেন। বাম হাত দিয়ে একটি কাচের বল (বাট্টা) প্রধান তন্তুগুলির ওপর দিয়ে চালনা করিয়ে সুর সৃষ্টি করা হয়। বাট্টা চেপে থাকা চলমান হাতের ঘর্ষণকে হ্রাস করতে তন্তুগুলিতে নারকেল তেল লাগানো হয়।

বীণা প্রায়শই ধ্রুপদ গানের শৈলীর সাথে সঙ্গত করতে ব্যবহৃত হত এবং সেজন্য ধ্বনির চারপাশে খুব বেশি নিগূঢ়তা বা অলঙ্করণ করা যেতনা। এই বাদ্যযন্ত্রকে বিস্মৃত হওয়া থেকে উদ্ধার করেছিলেন লালমণি মিশ্রা। তিনি মিশ্রবাণী রচনা তৈরি করেছিলেন এবং সেটি বাজানোর কৌশল উদ্ভাবন করেছিলেন। তাঁর পুত্র গোপাল শঙ্কর মিশ্র এই সম্ভারটিকে সার্বজনীন করেছিলেন।

বাদকসম্পাদনা

  • গোপাল কৃষ্ণ, (১৯২৬ - ২০০৪) নন্দ কিশোর শর্মার শিষ্য। রাগের গভীর উপলব্ধি এবং বিভিন্ন জটিল সংগীতের নিদর্শনের বয়ন ও এর ছন্দময়

সমলয় বিধান দ্বারা একটি গভীর উপস্থাপনা ছিল তাঁর বিশেষত্ব। তিনি "ঝালা" নামক একটি কৌশলে (এই যন্ত্রটিতে বাজানো খুব কঠিন) দক্ষতা অর্জন করেছিলেন।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২১ 
  2. "Archived copy"। ২০০৮-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১০-২৭ 
  3. "Brahm Sarup Singh playing Vichitra Veena"। wansfilm.net। ২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২১ 

বহিঃসংযোগসম্পাদনা

টেমপ্লেট:Indian musical instruments