বিক্তোর চুস্ত

স্পেনীয় ফুটবলার
(বিক্তর চুস্ত থেকে পুনর্নির্দেশিত)

বিক্তোর চুস্ত গার্সিয়া (স্পেনীয় উচ্চারণ: [ˈbik̚.toɾ ˈʧust], স্পেনীয়: Víctor Chust; জন্ম: ৫ মার্চ ২০০০; বিক্তোর চুস্ত নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

বিক্তোর চুস্ত
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম বিক্তোর চুস্ত গার্সিয়া
জন্ম (2000-03-05) ৫ মার্চ ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান ভালেনসিয়া, স্পেন
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিয়াল মাদ্রিদ
জার্সি নম্বর ৩২
যুব পর্যায়
২০০৮–২০১২ ভালেনসিয়া
২০১২–২০২১ রিয়াল মাদ্রিদ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৯– রিয়াল মাদ্রিদ কাস্তিয়া ২৬ (০)
২০২১– রিয়াল মাদ্রিদ (০)
জাতীয় দল
২০১৬–২০১৭ স্পেন অনূর্ধ্ব-১৭ ১৯ (১)
২০১৮–২০১৯ স্পেন অনূর্ধ্ব-১৯ ১০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:০৪, ৩০ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:০৪, ৩০ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৮–০৯ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব ভালেনসিয়ার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে চুস্ত ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে রিয়াল মাদ্রিদের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৮–১৯ মৌসুমে, স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। ২০২০–২১ মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদের মূল দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

২০১৬ সালে, চুস্ত স্পেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। দলগতভাবে, চুস্ত এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ৩টি রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে এবং ২টি স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

বিক্তোর চুস্ত গার্সিয়া ২০০০ সালের ৫ই মার্চ তারিখে স্পেনের ভালেনসিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

ক্লাব ফুটবল

সম্পাদনা

২০২১ সালের ২১শে জানুয়ারি তারিখে, আলকোয়ানোর বিরুদ্ধে ২০২০–২১ কোপা দেল রে-এর ৩২ দলের পর্বে ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে অংশগ্রহণ করার মাধ্যমে অভিষেক করেছেন।[] অতঃপর ৯ই ফেব্রুয়ারি তারিখে, হেতাফের বিরুদ্ধে ম্যাচে তিনি লা লিগায় অভিষেক করেছেন।[]

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

চুস্ত স্পেন অনূর্ধ্ব-১৭ এবং স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালের ১৯শে সেপ্টেম্বর তারিখে তিনি উত্তর আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে স্পেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] ২০১৭ সালে তিনি স্পেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ২০১৭ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছেন, উক্ত প্রতিযোগিতার ফাইনালে পূর্ণ সময় শেষে তার দল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের সাথে ২–২ গোলে ড্র করার পর পেনাল্টি শুট-আউটে ৪–১ গোলের ব্যবধানে পরাজিত করে উক্ত প্রতিযোগিতার ইতিহাসে নবমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল।[] একই বছরে তিনি স্পেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ২০১৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন,[][] তবে ফাইনালে তার দল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের কাছে ৫–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল;[] উক্ত প্রতিযোগিতায় তিনি ৭ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিনি ২০১৯ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছেন করেছেন,[] উক্ত প্রতিযোগিতায় তিনি ৫ ম্যাচে ২টি গোল করেছেন। স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ২১ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল এবং ২টি শিরোপা জয়লাভ করেছেন। তিনি ২০১৬ সালের ২৪শে সেপ্টেম্বর তারিখে ২০১৭ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচে স্লোভাকিয়া অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।[]

পরিসংখ্যান

সম্পাদনা
৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লীগ জাতীয় কাপ মহাদেশীয় অন্যান্য মোট
বিভাগ ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল
রিয়াল মাদ্রিদ কাস্তিয়া ২০১৮–১৯ সেহুন্দা দিবিসিওন বি
২০১৯–২০ ১০ ১০
২০২০–২১
মোট ১৯ ১৯
রিয়াল মাদ্রিদ ২০২০–২১ লা লিগা
সর্বমোট ২১ ২২

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Alcoyano 2–1 Real Madrid: Third division side cause huge upset"bbc.com। ২১ জানুয়ারি ২০২১। 
  2. "Real Madrid 2–0 Getafe: Zinedine Zidane's side win to cut Atletico Madrid's lead to five points"eurosport.com। ৯ ফেব্রুয়ারি ২০২১। 
  3. "Spain U17 - Northern Ireland U17, Sep 19, 2016 - UEFA European Under-17 Championship qualification - Match sheet"Transfermarkt। ১৯ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২১ 
  4. "২০১৭ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ: ফাইনাল"উয়েফা (ইংরেজি ভাষায়)। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১ 
  5. "FIFA U-17 World Cup India 2017™: List of Players" (পিডিএফ)ফিফা (ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১ 
  6. "OFICIAL: Esta es la convocatoria para la Copa Mundial Sub-17 de India"sefutbol (স্পেনীয় ভাষায়)। ২২ সেপ্টেম্বর ২০১৭। ৬ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১ 
  7. "FIFA U-17 World Cup India 2017: Final match report" (পিডিএফ)ফিফা (ইংরেজি ভাষায়)। ২৮ অক্টোবর ২০১৭। ২৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১ 
  8. "২০১৯ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: ফাইনাল"উয়েফা (ইংরেজি ভাষায়)। ২৭ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১ 
  9. "Slovakia U17 - Spain U17, Sep 24, 2016 - UEFA European Under-17 Championship qualification - Match sheet"Transfermarkt। ২৪ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা