বাহু
মানব শারীরবিদ্যায় বাহু হলো স্কন্ধসন্ধি এবং কনুই সন্ধির মধ্যবর্তী ঊর্ধ্বাঙ্গের অংশবিশেষ। সাধারণ অর্থে হাত-সহ সম্পূর্ণ ঊর্ধ্বাঙ্গকে বাহু বলা হয়। বাহুকে তিনটি অংশে ভাগ করা হয়েছে। অংশ তিনটি হলো ঊর্ধ্ববাহু, অগ্রবাহু ও হাত। ঊর্ধ্ববাহু কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত এবং অগ্রবাহু কনুই থেকে হাত পর্যন্ত প্রসারিত। শারীরতাত্ত্বিক সংজ্ঞানুসারে বক্ষ-অস্থিচক্রসহ ঊর্ধ্বাঙ্গের হাড় ও মাংশপেশির সম্পূর্ণ অংশই হলো বাহু। লাতিন শব্দ ব্র্যাকিয়াম (brachium) দ্বারা পুরো বাহু বা উর্ধ্ববাহুকে বোঝায়।[১][২][৩]
বাহু | |
---|---|
![]() মানব পুরুষ দেহের বাম বাহু | |
বিস্তারিত | |
ধমনী | অ্যাক্সিলারি ধমনী |
শিরা | অ্যাক্সিলারি শিরা |
স্নায়ু | ব্রাকিয়াল প্লেক্সাস |
শনাক্তকারী | |
লাতিন | Brachium |
শারীরস্থান পরিভাষা |
শারীরবিদ্যাসম্পাদনা
হাড়সম্পাদনা
বাহুর তিনটি লম্বা হাড়ের একটি হলো হিউমেরাস। এটি কাঁধের সন্ধিতে স্ক্যাপুলার সাথে এবং কনুই সন্ধিতে বাহুর অন্যান্য লম্বা হাড় তথা আলনা ও রেডিয়াসের সাথে সংযুক্ত হয়।[৪] কনুই হলো হিউমেরাসের শেষ প্রান্ত এবং রেডিয়াস ও আলনার শেষ প্রান্তের মধ্যে গঠিত একটি জটিল সন্ধি। [৫]
পেশিসম্পাদনা
স্নায়ু সরবরাহসম্পাদনা
রক্ত সরবরাহসম্পাদনা
শিরাসম্পাদনা
সমাজ ও সংস্কৃতিসম্পাদনা
হিন্দু, বৌদ্ধ ও মিশরীয় আইকনোগ্রাফিতে সার্বভৌম শক্তির চিত্র তুলে ধরার জন্য বাহু প্রতীক ব্যবহার করা হয়। হিন্দু ঐতিহ্যে দেবতাদেরকে বিভিন্ন বাহু দিয়ে চিত্রিত করা হয় যা তাদের ক্ষমতার নির্দিষ্ট প্রতীক বহন করে।
পশ্চিম আফ্রিকায়, বাম্বারা আত্মার প্রতীক হিসেবে অগ্রবাহু ব্যবহার করে, যা ঈশ্বর এবং মানুষের মধ্যে একটি যোগসূত্র।
ক্লিনিকাল গুরুত্বসম্পাদনা
কিউবিটাল ফোসা ভেনেপাংচার এবং রক্তচাপ পরিমাপের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।[৬]
করোনারি ধমনীর বাইপাস সার্জারির প্রয়োজন হলে বাহু থেকে শিরা নেওয়া যেতে পারে।
অতিরিক্ত চিত্রসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "brachium – free dictionary"। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৩।
- ↑ "Dictionary.com"। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৩।
- ↑ Encyclopaedia britannica 2013।
- ↑ Human Anatomy: A Clinically-Orientated Approach। Elsevier Health Sciences। ২০০৭। পৃষ্ঠা 5। আইএসবিএন 978-0443103735। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৯, ২০১৮।
- ↑ Sports injuries : prevention, diagnosis, treatment and rehabilitation। Doral, Mahmut Nedim; Karlsson, Jon। ২০১৫-০৩-০৪। আইএসবিএন 9783642368011। ওসিএলসি 1111734654।
- ↑ "How To Draw Blood Like A Pro: Step-By-Step Guide"। nurse.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৪।