বাসভূমি পত্রিকা

বাংলা লিটল ম্যাগাজিন

বাসভূমি পত্রিকা একটি বাংলা লিটল ম্যাগাজিন[১] ১৯৮০ সালের জুন মাস থেকে অরূপ চন্দ্র কর্তৃক সম্পাদিত ও বর্তমানে বহরমপুর, মুর্শিদাবাদ থেকে প্রকাশিত। এই পত্রিকাটি পশ্চিমবঙ্গে ক্ষুদ্র পত্রিকা আন্দোলনে বিশেষ অবদান রেখেছে।[১][২][৩]

বাসভূমি পত্রিকা
বাসভূমি পত্রিকা
গঠিত১ জুন ১৯৮০
প্রতিষ্ঠাতাঅরূপ চন্দ্র
অবস্থান
  • বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
ওয়েবসাইটhttps://basabhumi.business.site/

ইতিহাস সম্পাদনা

বাসভূমি পত্রিকা, একটি বাংলা ছোট পত্রিকা বা লিটল ম্যাগাজিন, ১৯৮০ সালের ১ জুন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে প্রথম প্রকাশিত হয়েছিল। অরূপ চন্দ্র এই ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক। এই পত্রিকাটির নামকরণ করেছিলেন কৃষ্ণনগরের ছোট গল্পকার শচীন বিশ্বাস। শুরুতে 'বাসভূমি' ছিল "নদীয়া জেলার বিপ্লবী লেখক শিল্পী সমিতি"-র মুখপাত্র সাময়িকী। ১৯৯০ সাল থেকে ম্যাগাজিনটি অরূপ চন্দ্র বহরমপুর থেকে সম্পাদনা ও প্রকাশ করছেন।[৪][৫][৬][৭]

বাসভূমি পত্রিকার সংখ্যা সম্পাদনা

  • বাসভূমি চল্লিশ বর্ষ সংখ্যা (২০১৯)[৮]
  • প্রত্নতত্ত্ব পুরাতত্ত্ব নৃত্তত্ত্ব : দ্বিতীয় খণ্ড (২০১৯)[৯][১০][১১]
  • বাসভূমি বিশেষ নদী সংখ্যা (২০১৮)[৪][৬][১২]
  • প্রত্নতত্ত্ব পুরাতত্ত্ব নৃতত্ত্ব : প্রথম খণ্ড (২০১৬)[১৩]
  • বিশেষ বৃহন্নলা সংখ্যা (২০১৪)
  • বাসভূমি তেত্রিশ বর্ষ সংখ্যা (২০১২)
  • ক্ষুধা দারিদ্র আনাহার : এই দেশ এই সময় (২০১১)
  • ভাষা, উপভাষা, দুর্নীতি, দুর্ভিক্ষ, গণহত্যা সংখ্যা (২০১১)[১৪]
  • রবীন্দ্র সার্ধ শতবর্ষ সংখ্যা (২০১০)
  • তিন দশকের বাসভূমি (২০১০)
  • কবি অশোক মহান্তি সংখ্যা (২০০৯)
  • সিঙ্গুর নন্দীগ্রাম সহ গণহত্যা সংখ্যা (২০০৯)
  • ক্ষুধা দারিদ্র্য অনাহার সংখ্যা (২০০৬)
  • মুর্শিদাবাদ ইতিবৃত্ত : দ্বিতীয় খণ্ড (২০০৫)
  • মুর্শিদাবাদ ইতিবৃত্ত : প্রথম খণ্ড (২০০৪)
  • কবি, নাট্যকার পম্পু মজুমদার সংখ্যা (২০০৩)

বাসভূমি পুরস্কার সম্পাদনা

২০০৮ সালে, বাসভূমি পত্রিকা, "চন্দ্র কমার্শিয়াল অ্যান্ড আর্ট ইনস্টিটিউট" এর সহযোগিতায়, যে সকল ব্যক্তি সাহিত্য, শিল্প, সংস্কৃতি, সাংবাদিকতা, সমাজসেবা বা অন্যান্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাঁদের সম্মানিত, উৎসাহিত ও অভিনন্দিত করার জন্য এই সম্মাননা ও পুরস্কার প্রদান শুরু করে। সমাজকে সমৃদ্ধ করা বা অন্য যে কোনও সমতুল্য ক্রিয়াকলাপে যুক্ত গুণী কবি-শিল্পী সাহিত্যিকগণ বিবেচিত হন। এই পুরস্কার সাধারণভাবে "বাসভূমি পুরস্কার" নামে অভিহিত। পুরস্কারগুলি হ'ল:[১][১৫]

  • সিসিএআই বাসভূমি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
  • বাসভূমি সাহিত্য পুরস্কার
  • প্রতিশ্রুতিবান লেখক শিল্পী পুরস্কার
  • বাসভূমি বিশেষ পুরস্কার
  • সেরা বাংলা লিটল ম্যাগাজিন পুরস্কার
  • পুরস্কারটি (এই পুরস্কারটি বাসভূমি পত্রিকা ২০১০ সাল থেকে তার সহযোগী সংগঠন "লিটল ম্যাগাজিন সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র, বহরমপুর" এর সহযোগিতায় প্রদান করে।) [১]

বাসভূমি সাহিত্য উৎসব সম্পাদনা

বাসভূমি পত্রিকা প্রতিবছর একটি বার্ষিক সাহিত্য উৎসব আয়োজন করে যা সাধারণভাবে "বাসভূমি উৎসব" নামে পরিচিত। [১৬] এই উৎসবে অন্তর্ভুক্ত অনুষ্ঠান:

  • বাসভূমি পুরস্কার এবং সম্মাননা প্রদান
  • সাংস্কৃতিক কার্যক্রম, স্বরচিত কবিতা পাঠ
  • কবি-সাহিত্যিকদের মিলনোৎসব

লিটল ম্যাগাজিন লাইব্রেরি সম্পাদনা

২০১০ সালে বাসভূমি পত্রিকার সম্পাদক অরূপ চন্দ্র লিটল ম্যাগাজিন আন্দোলনকে আরও ভালভাবে পরিবেশন করার জন্য একটি লিটল ম্যাগাজিন লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই অনুসারে বাসভূমি পত্রিকা অফিসের একটি কক্ষে হাজার হাজার পুরাতন এবং সদ্য সংগ্রহ করা ম্যাগাজিন এবং বই নিয়ে একটি গ্রন্থাগার খোলা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে যার নামকরণ করা হয়েছে - লিটল ম্যাগাজিন সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র, বহরমপুর।[১] গ্রন্থাগারটি গবেষক এবং আগ্রহী পাঠকদের বিনামূল্যে তাদের একাডেমিক এবং সাহিত্যমূলক ক্রিয়াকলাপগুলির জন্য প্রয়োজনীয় তথ্য নিখরচায় সরবরাহ করে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. হাসান, জহিরুল (২০১৩)। সাহিত্যের ইয়ারবুক ২০১৩। পূর্ব। পৃষ্ঠা ৪৫, ২১৭, ২৬৮। আইএসবিএন 978-81-7694-097-9 
  2. চন্দ্র, অরূপ (১১ জুন ২০২০)। "বাসভূমি পত্রিকা"বাসভূমি। ১২ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. মৈত্র, বিদ্যুৎ। "পত্রিকা বন্ধ, তবু কেউ শুরু করছেন নতুন উপন্যাস"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  4. চট্টোপাধ্যায়, শুভঙ্কর (মে ২০১৯)। "সাহিত্যের বাসভূমি": ১৬৬–১৬৯। আইএসএসএন 2347-1808 
  5. দাস বিশ্বাস, প্রকাশ (২০১৮)। মুর্শিদাবাদের সংবাদ ও সাময়িক পত্র। শিল্পনগরী। পৃষ্ঠা ৬৫–৭১। আইএসবিএন 978-93-84383-69-5 
  6. চন্দ্র, অরূপ (৬ মে ২০১৮)। "সম্পাদকীয় বিষয় নদী": ৫–৬। আইএসএসএন 2455-0671 
  7. ভট্টাচার্য, বিশ্বনাথ (২০১৮)। সাহিত্যের ইয়ারবুক ঠিকানাপঞ্জি ২০১৮। পূর্ব। পৃষ্ঠা ২৩, ১৯৪। আইএসবিএন 978-81-7694-117-4 
  8. চন্দ্র, অরূপ (১ জুন ২০১৯)। "বাসভূমি চল্লিশ বর্ষ স্মরণিকা সম্পাদকীয়": ৩–৫। আইএসএসএন 2455-0671 
  9. চন্দ্র, অরূপ (১ জানুয়ারি ২০১৯)। "প্রত্নতত্ত্ব পুরাতত্ত্ব নৃতত্ত্ব (দ্বিতীয় খণ্ড)": ৫–৭। আইএসএসএন 2455-0671 
  10. গঙ্গোপাধ্যায়, শুভ (১ মার্চ ২০২০)। "পত্রিকা পরিচয়": ১০। 
  11. দাস, বরুন (১৩ আগস্ট ২০১৯)। "বাসভূমি'র প্রত্নতত্ত্ব পুরাতত্ত্ব নৃতত্ত্ব বিষয়ক দ্বিতীয় খন্ডটিও প্রাগ্য পাঠক-কে প্রলুব্ধ করে": ৮। 
  12. দাস, বরুন (৩ জানুয়ারি ২০১৯)। "বাসভূমি'র সংগ্রহযোগ্য বিশেষ নদী সংকলন": ৮। 
  13. চন্দ্র, অরূপ (২৭ নভেম্বর ২০১৬)। "সম্পাদকীয়": ৭–৮। আইএসএসএন 2455-0671 
  14. চন্দ্র, অরূপ (১ জুন ২০১৯)। "বাসভূমি পত্রিকার বিশেষ সংকলন সমূহ": ২৭। 
  15. চন্দ্র, অরূপ (১ জুন ২০১৯)। "CCAI Basabhumi Patrika Awards": ৭–১৮। আইএসএসএন 2455-0671 
  16. "নববী করচা"। আনন্দবাজার পত্রিকা। ১০ জুন ২০১৯।