বালাসঙ্গম
বালাসঙ্গম হল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিআইএম) এর একটি ভারতীয় শিশু সংগঠন শাখা। কেরল জুড়ে প্রায় ২০,০০০ ইউনিটে এটির প্রায় এক মিলিয়ন সদস্য রয়েছে। বালাসংঘাম হল কেরালার বৃহত্তম শিশু গোষ্ঠী, এবং এর কালজথা ভেনালথুম্বিকল এশিয়ার বৃহত্তম শিশু থিয়েটার।[১] প্রথম বালসংঘাম ২৮ ডিসেম্বর ১৯৩৮ সালে কান্নুরের চিরায়ক্কল পঞ্চায়েতের কালিয়াসেরিতে তার কার্যক্রম শুরু করে। ইকে নয়নার ছিলেন বালাসংঘমের প্রথম সভাপতি। প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় কোট্টায়ামে এবং দ্বিতীয়টি পিলিকোড, কাসারগড়ে। ২০১৪ সালের অক্টোবরে পালাক্কাদে তৃতীয় রাষ্ট্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। চতুর্থ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর ২০১৬-এ মালাপ্পুরমের পেরিন্থালমান্নায়। আদুরে পঞ্চম রাষ্ট্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়, পাঠানমথিট্টা। ২০২২ সালের অক্টোবরে ত্রিশুরে ষষ্ঠ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
বর্তমানে এর আধিকারিকরা হলেন:
- সভাপতিঃ বি অনুজা
- সেক্রেটারি: এন আধিল
- আহবায়ক: টি কে নারায়ণদাস
- কো-অর্ডিনেটর: অ্যাড. এম. রন্ধীশ
- www.balasangham.com
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- এম ভিজিন, বালাসঙ্গমের প্রাক্তন রাজ্য সম্পাদক কালিয়াসেরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক৷
- ভিপি সানু, প্রাক্তন বালাসঙ্গম নেতা হলেন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি।
- বালাসঙ্গমের সভাপতি আর্য রাজেন্দ্রন ত্রিবান্দ্রম কর্পোরেশনের মেয়র।
কার্যক্রম
সম্পাদনা- ভেনাল থাম্বি কালাজাধা (শিশু থিয়েটার)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Staff Reporter (২০১৯-০৫-২১)। "Balasangam units for children of migrant families"। The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৮।