বালাজী মোশন পিকচার্স

ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা এবং বিতরণ কোম্পানি
(বালাজী টেলিফিল্মস থেকে পুনর্নির্দেশিত)

বালাজী মোশন পিকচার্স হচ্ছে বালাজী টেলিফিল্মস লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহায়ক কোম্পানি, যা শোভা কাপুর এবং তার মেয়ে একতা কাপুর দ্বারা প্রতিষ্ঠিত একটি ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা এবং বিতরণ কোম্পানি।[] মুম্বই ভিত্তিক এই কোম্পানিটি মূলত হিন্দি চলচ্চিত্রের প্রযোজনা এবং বিতরণ করে। এই কোম্পানির চেয়ারম্যান হলেন প্রাক্তন বলিউড অভিনেতা জিতেন্দ্র কাপুর

বালাজী মোশন পিকচার্স
ধরনব্যক্তিগত
শিল্পবিনোদন
প্রতিষ্ঠাকাল২০০১; ২৩ বছর আগে (2001)
প্রতিষ্ঠাতাজিতেন্দ্র কাপুর
সদরদপ্তর,
প্রধান ব্যক্তি
শোভা কাপুর
একতা কাপুর
রুচিকা কাপুর
নচিকেত পান্তবৈদ্য
পণ্যসমূহচলচ্চিত্র
সঙ্গীত
মার্কাসমূহআল্ট এন্টারটেইনমেন্ট
আল্ট ডিজিটাল মিডিয়া এন্টারটেইনমেন্ট
মালিকবালাজী টেলিফিল্মস লিমিটেড
মাতৃ-প্রতিষ্ঠানবালাজী টেলিফিল্মস
ওয়েবসাইটbalajitelefilms.com/movies.php

কার্যক্রম

সম্পাদনা

মুম্বইয়ের অন্ধেরি পশ্চিমের নিউ লিঙ্ক রোডের বালাজী হাউসে মুম্বইয়ের বালাজী মোশন পিকচার্সের কার্যালয় অবস্থিত। এটি অন্ধেরি পশ্চিমের প্রধান কার্যালয় থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে; এছাড়াও ফিল্ম সিটি এবং মুম্বইয়ের অন্যান্য অবস্থানে এদের স্টুডিও রয়েছে। স্টুডিও সুবিধার ক্ষেত্রে, বালাজী মোশন পিকচার্স মুম্বইয়ের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান।

পুরস্কার

সম্পাদনা
  • দ্য গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি অনার্স

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Balaji Motion Pictures"balajitelefilms.com (ইংরেজি ভাষায়)। বালাজী মোশন পিকচার্স। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা