বারাণসীর কাঠের খেলনা

বারাণসীর কাঠের খেলনা হল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটা ঐতিহ্যপূর্ণ হস্তশিল্পের নমুনা। একগুচ্ছ দক্ষ কারিগর চকচকে এবং রঙিন পালিশ করা খেলনা তৈরি করে থাকেন। ২০১৪ খ্রিস্টাব্দে বারাণসীর খেলনাগুলোকে এই অঞ্চলে তৈরি অন্যান্য পালিশ করা জিনিসের সঙ্গে ভৌগোলিক সূচক তকমা দেওয়া হয়েছিল।[১]

ইতিহাস সম্পাদনা

হস্তশিল্পীদের মতানুযায়ী তাঁদের পূর্বসূরিরা মুঘল সম্রাট এবং ব্রিটিশদের আমলে ভালো পৃষ্ঠপোষকতায় হাতির দাঁতের খোদাইয়ের কাজে বিশেষজ্ঞ ছিলেন। পরবর্তীকালে ভারত সরকার কর্তৃক হাতির দাঁত নিয়ে কাজ করা বেআইনি ঘোষণা করলে তাঁরা হাতির দাঁতের বদলে কাঠ খোদাইয়ের কাজকে পেশা হিসেবে গ্রহণ করেন।[২]

তৈরির পদ্ধতি সম্পাদনা

কাঠের গুঁড়ি সংগ্রহ করা হয় কাছাকাছি অঞ্চল যেমন চিত্রকূট এবং সোনভদ্র জঙ্গল থেকে।[২][৩] অতীতে বিহার থেকে আনা কেরিয়া (করাইয়া) কাঠ ব্যবহার করা হোত এবং এখনো পর্যন্ত এটাই খেলনা তৈরির জন্যে পছন্দের কাঠ। কিন্তু ১৯৮০ খ্রিস্টাব্দের দশকে ভারত সরকার কেরিয়া গাছ কাটা নিষিদ্ধ ঘোষণা করার পর হস্তশিল্পীরা মত বদল করে ইউক্যালিপ্টাস গাছের কাঠ ব্যবহার করতে শুরু করেন, এখন যেটাতে তাঁরা অভ্যস্ত হয়ে গিয়েছেন।[৩] কাঠ খোদাইকারীদের বাড়ির বাইরে কাঠের গুঁড়ি ডাঁই করে রাখতে দেখা যায়।[৪]

প্রথমে যে খেলনাটা বানানো হবে তার আকার অনুযায়ী গুঁড়ি থেকে কাঠ কেটে নেওয়া হয়। কাঠটার মধ্যে যাতে ভিজে ভাব না-থাকে, তার জন্যে কাঠকে আলতো করে গরম করে পুরো জলীয় বাষ্প শুষে নেওয়া হয়। এই পদ্ধতিটা সময়সাপেক্ষ। [২] টুকরোটাকে শিরিষ কাগজ দিয়ে মোলায়েম করে নেওয়া হয়।[১][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Varanasi Wooden Lacquerware & Toys - GI Application 457" (পিডিএফ)। ২৮ নভেম্বর ২০১৪: 15–21। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৬ 
  2. "Wooden wonders of Varanasi"Deccan Herald। The Printers (Mysore) Private Ltd.। ২৪ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৬ 
  3. "Wooden toy manufacturing industry on the verge of dying"Daily News and Analysis (DNA)। Diligent Media Corporation Ltd.। ২৫ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৬ 
  4. Visen, Shivani। "Wooden Toys of Varanasi - The Craft of Wooden Toy Making"D'source Digital Online Learning Environment for Design। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৬