বারমুডা ফুটবল অ্যাসোসিয়েশন
বারমুডা ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Bermuda Football Association; এছাড়াও সংক্ষেপে বিএফএ নামে পরিচিত) হচ্ছে বারমুডার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩৯ বছর পর ১৯৬৭ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর যুক্তরাজ্যের ডেভনে অবস্থিত।
কনকাকাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯২৮[১] |
সদর দপ্তর | ডেভন, বারমুডা |
ফিফা অধিভুক্তি | ১৯৬২[১] |
কনকাকাফ অধিভুক্তি | ২ মার্চ ১৯৬৭[২] |
সভাপতি | মার্ক ওয়েড |
সহ-সভাপতি | শ্যানোন বুর্গেস |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি বারমুডার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বার্মুডীয় প্রিমিয়ার বিভাগ, বার্মুডীয় এফএ কাপ এবং আইল্যান্ড ফুটবল লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও এটি দ্বীপ ভিত্তিক সকল ক্রীড়া লীগের দায়িত্বে নিয়োজিত রয়েছে। বর্তমানে বারমুডা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মার্ক ওয়েড এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ডেভিড সাবির।
কর্মকর্তা
সম্পাদনা- ৯ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | মার্ক ওয়েড |
সহ-সভাপতি | শ্যানোন বুর্গেস |
সাধারণ সম্পাদক | ডেভিড সাবির |
কোষাধ্যক্ষ | কিম রিচার্ডস |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | ডেভিড সাবির |
প্রযুক্তিগত পরিচালক | মৌরিস লোয়ে |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | কাউল লাইটবোর্ন |
জাতীয় দলের কোচ (নারী) | নাকিতা রবিনসন |
রেফারি সমন্বয়কারী | ক্রেনস্টান্ট উইলিয়ামস |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "This Week in CONCACAF History: March 1-5"। CONCACAF.com (2011)। মার্চ ৯, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ৩১, ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ বারমুডা ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ মে ২০১৮ তারিখে (ইংরেজি)
- কনকাকাফ-এ বারমুডা ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জানুয়ারি ২০২১ তারিখে (ইংরেজি)