ব্যাফিন উপসাগর
উত্তর আটলান্টিক মহাসাগরের একটি প্রান্তিক সাগর
(বাফিন উপসাগর থেকে পুনর্নির্দেশিত)
ব্যাফিন উপসাগর উত্তর আটলান্টিক মহাসাগরের একটি প্রান্তিক সাগর, যা ব্যাফিন দ্বীপ এবং গ্রীনল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলের মধ্যবর্তী স্থানে অবস্থিত।[১][২][৩] এটি ডেভিস প্রণালী এবং ল্যাব্রাডর সাগর হয়ে আটলান্টিকের সাথে সংযুক্ত। সংকীর্ণ ন্যারেস প্রণালী উত্তর মহাসাগরের সাথে ব্যাফিন উপসাগরকে সংযুক্ত করেছে। বরফ আচ্ছাদিত থাকায় এবং খোলা এলাকায় প্রচুর ভাসমান বরফ ও হিমশৈলীর কারণে বছরের অধিকাংশ সময় উপসাগরটি নৌ চলাচলের অনুপযুক্ত থাকে।[৪]
ব্যাফিন উপসাগর | |
---|---|
স্থানাঙ্ক | ৭৩° উত্তর ৬৭° পশ্চিম / ৭৩° উত্তর ৬৭° পশ্চিম |
সর্বাধিক দৈর্ঘ্য | ১,৪৫০ কিমি (৯০১ মা) |
সর্বাধিক প্রস্থ | ১১০–৬৫০ কিমি (৬৮–৪০৪ মা) |
পৃষ্ঠতল অঞ্চল | ৬,৮৯,০০০ কিমি২ (২,৬৬,০০০ মা২) |
গড় গভীরতা | ৮৬১ মি (২,৮২৫ ফু) |
সর্বাধিক গভীরতা | ২,১৩৬ মি (৭,০০৮ ফু) |
পানির আয়তন | ৫,৯৩,০০০ কিমি৩ (১,৪২,৩০০ মা৩) |
তথ্যসূত্র | [১][২] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Baffin Bay ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ মে ২০১৩ তারিখে, Great Soviet Encyclopedia (in Russian)
- ↑ ক খ Baffin Bay, Encyclopædia Britannica on-line
- ↑ Reddy, M. P. M. (২০০১)। Descriptive Physical Oceanography। Taylor & Francis। পৃষ্ঠা 8। আইএসবিএন 978-90-5410-706-4। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১০।
- ↑ Circulation and generation of the North Water Polynya, Northern Baffin Bay. (PDF) . Retrieved on 2013-03-22.