ডেভিস প্রণালী (ফরাসি: Détroit de Davis) হলো ল্যাব্রাডর সাগরের উত্তরের একটি শাখা। এটি মধ্যপশ্চিম গ্রীনল্যান্ড এবং কানাডার ব্যাফিন দ্বীপের নুনাভুটের মধ্যবর্তী স্থানে অবস্থিত।[১] এর উত্তরে ব্যাফিন উপসাগর অবস্থিত। এই প্রণালীটির নামকরণ করা হয়েছে ইংরেজ আবিষ্কারক জন ডেভিসের (১৫৫০-১৬০৫) নামে, যিনি উত্তরপশ্চিমের পথ খুঁজতে গিয়ে প্রণালীটি আবিষ্কার করেন। ১৬৫০ এর দশকে এটি তিমি শিকারের জন্য ব্যবহৃত হতো।

ডেভিস প্রণালী, গ্রিনল্যান্ড এবং কানাডার নুনাভুটের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
  নুনাভুট
  কুইবেক
  নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডর
  কানাডার বাইরের অঞ্চল (গ্রীনল্যান্ড, আইসল্যান্ড)

আয়তনসম্পাদনা

ভূ বৈশিষ্ট্যসম্পাদনা

গভীরতাসম্পাদনা

জোয়ারভাটাসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Davis Strait"Encyclopedia Britannica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯ 

আরও পড়ুনসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা