বানৌজা পেকুয়া
নির্মানাধীন বাংলাদেশ নৌবাহিনীর প্রথম পূর্ণাঙ্গ ডুবোজাহাজ ঘাঁটি
(বানৌজা শেখ হাসিনা থেকে পুনর্নির্দেশিত)
বানৌজা পেকুয়া বাংলাদেশ নৌবাহিনীর একটি নতুন নৌ-ঘাঁটি যা বর্তমানে নির্মানাধীন। এটি বাংলাদেশ নৌবাহিনীর প্রথম পূর্ণাঙ্গ ডুবোজাহাজ ঘাঁটি।[১]
বানৌজা পেকুয়া | |
---|---|
মগনামা, পেকুয়া, কক্সবাজার | |
ধরন | ডুবোজাহাজ ঘাঁটি |
ভবন/স্থাপনা/ক্ষেত্রের তথ্য | |
মালিক | বাংলাদেশ নৌবাহিনী |
নিয়ন্ত্রক | বাংলাদেশ নৌবাহিনী |
ভবন/স্থাপনা/ক্ষেত্রের ইতিহাস | |
নির্মিত | ২০ মার্চ ২০২৩ |
ব্যবহারকাল | ২০২৩ - বর্তমান |
ইতিহাস
সম্পাদনা১২ মার্চ ২০১৭ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলীয় শহর কক্সবাজারের পেকুয়ার মগনামায় ডুবোজাহাজ ঘাঁটির ভিত্তি স্থাপন করেন।[২] সাবমেরিন ঘাঁটিটি ২০ মার্চ ২০২৩ কমিশনিং লাভের মধ্যে দিয়ে নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ আলী, আবু (২২ নভেম্বর ২০১৭)। "শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি হচ্ছে কুতুবদিয়ায়"। আমাদের সময়। ২৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮।
- ↑ দাশগুপ্ত, রমেন (২০১৭-০৩-১২)। "প্রথম সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮।
- ↑ "সাবমেরিন ঘাঁটি 'বানৌজা শেখ হাসিনা' এর কমিশনিং করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা"। আইএসপিআর। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৬।