বাদামী ভুট বেলে
বাদামী ভুট বেলে (বৈজ্ঞানিক নাম: Eleotris fusca) (ইংরেজি: brown gudgeon) হচ্ছে Eleotridae পরিবারের Eleotris গণের একটি স্বাদুপানির মাছ। বাংলাদেশে কুলি, বুধ বাইলা বলে।
বাদামী ভুট বেলে Dusky sleeper | |
---|---|
Eleotris fusca from Java, Indonesia | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Perciformes |
উপবর্গ: | Gobioidei |
পরিবার: | Eleotridae |
গণ: | Eleotris |
প্রজাতি: | E. fusca |
দ্বিপদী নাম | |
Eleotris fusca (J.R Forster, 1801) | |
প্রতিশব্দ | |
|
বর্ণনা
সম্পাদনাএদের দেহ বড় ও মাথা সংকুচিত। নিম্ন চোয়াল বিশিষ্ট। এই প্রজাতিটি ২৬ সেমি লম্বা হয়। উভয় চোয়ালে ৩ থেকে ৪টি সারি যুক্ত ভিলিফর্ম দাঁত থাকে। বাইরের সারি বড় করা ও নীচের চোয়াল মধ্যে অভ্যন্তরীণ সারির দাঁত বড়। দেহ কালচে বা বাদামী বর্ণের। উল্লম্ব পাখনাগুলি লালচে বর্ণের হয়।[২]
বিস্তৃতি
সম্পাদনাএই মাছ বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত।
বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ
সম্পাদনাআইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়।[২]
মন্তব্য
সম্পাদনাএ মাছের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলও এর শ্রেনিপাখনা মোটামুটিভাবে আলাদা যা কখনও চাকতির ন্যায় চোষক অঙ্গ তৈরি করে না। এরা নিমজ্জিত জলজ উদ্ভিদের পাতায় ডিম পাড়ে। স্ত্রীমাছ ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়া পর্যন্ত বাতাস দিয়ে অক্সিজেন সরবরাহ করে, অতঃপর অল্প কিছুদিনের জন্য পোনা মাছগুলোকে পাহারা দেয়।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Eleotris fusca. In: IUCN 2013. IUCN Red List of Threatened Species. Version 2013.1. <www.iucnredlist.org ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ জুন ২০১৪ তারিখে>. Downloaded on 06 July 2013.
- ↑ ক খ গ এ কে আতাউর রহমান, শামীমা আকতার (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২৭৪–২৭৫। আইএসবিএন 984-30000-0286-0
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।