বাতাকান্দি উচ্চ বিদ্যালয়

বাতাকান্দি উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জেলার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাতাকান্দি উচ্চ বিদ্যালয়। [১]

বাতাকান্দি উচ্চ বিদ্যালয়
বাতাকান্দি উচ্চ বিদ্যালয়
অবস্থান
জগতপুর ইউনিয়ন

তথ্য
ধরনশিক্ষা
প্রতিষ্ঠাকাল১৯৭৬

ইতিহাস সম্পাদনা

কুমিল্লা জেলার বৃহত্তর দাউদকান্দির শিক্ষানুরাগী বেলায়েত হোসেন সরকার ১৯৭৬ সালে [২][৩] প্রতিষ্ঠা করেন বাতাকান্দি সরকার সাহেব আলি আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। বাতাকান্দি সরকার সাহেব আলি আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সংক্ষিপ্ত নামই বাতাকান্দি উচ্চ বিদ্যালয়। মরহুম বেলায়েত হোসেন তাঁর পিতা সরকার সাহেব আলি এবং বড় ভাই আবুল হোসেন এর নামে প্রতিষ্ঠা করেন বিদ্যালয়টি। তিনশত আঠার শতকের উপর সুবিশাল মাঠ এবং গাছ গাছালি দ্বারা আচ্ছাদিত এই বিদ্যালয়টি। [৪]

বিদ্যালয়ের তিনটি বিল্ডিং, ওয়াসব্লক, দুটি টিনশীড ঘর আছে। স্কুল লাইব্রেরি, বিজ্ঞানাগার, ম্যাথ ক্লাব ও স্কাউট কাব আছে। আছে কম্পিউটার ল্যাব এবং মুজিব কর্ণার।

শিক্ষা সম্পাদনা

বর্তমানে (২০২০) প্রায় ১৬০০ (ষোলশত) ছাত্র/ছাত্রী আছে। বর্তমানে (২০২০) আঠারজন শিক্ষক বিদ্যালয়ে কর্মরত আছেন। প্রতিবছর বোর্ড পাশের হারের চেয়ে বেশি এস এস সি এবং জেএসসি পাশ করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "তিতাসের সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়"dailysangram.com। ৬ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২০ 
  2. "বাতাকান্দি সরকার সাহেব আলি আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়"findglocal.com। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২০ 
  3. "বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিদ্যালয়ের পাশে স্বামীর পদতলে চিরদিনের জন্য শায়িত হলেন"titasnews24.com। ২৫ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২০ 
  4. "শিক্ষার আলো ছড়াচ্ছে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়"shuvoh.com। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]