বাঘবড় বিধানসভা কেন্দ্র

আসামের বিধানসভা কেন্দ্র

বাঘবড় বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৬৭ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (আট বার)।

বাঘবড়
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৪৫ নং চিহ্নিত কেন্দ্রটি বাঘবড়
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৪৫ নং চিহ্নিত কেন্দ্রটি বাঘবড়
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগনিম্ন আসাম
জেলাবড়পেটা
কেন্দ্র নং.৪৫
লোকসভা কেন্দ্র৬. বড়পেটা
নির্বাচনী বছর১,৬৫,৮৩৪ (২০২১)

ভোটার পরিসংখ্যান সম্পাদনা

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৬৫,৮৩৪ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮৫,৭৮৩ জন এবং নারী ভোটার ৮০,০৪৮ জন। এছাড়াও তিনজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। বাঘবড় বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৩৩।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৪৪,৯৮২ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭৫,০১১ জন এবং নারী ভোটার ৬৯,৯৭১ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,০৮,০৭৬ জন যার মধ্যে পুরুষ ভোটার ৫৭,৪০৫ জন এবং নারী ভোটার ৫০,৬৭১ জন।[৩]

বিধানসভার সদস্য সম্পাদনা

নির্বাচন[৪] বিধায়ক দল সময়কাল
২০২১ শেরমান আলী আহমেদ আইএনসি ২০১১-বর্তমান
২০১৬
২০১১ এআইইউডিএফ
২০০৬ দিলদার রেজা আইএনসি ২০০১-১১
২০০১
১৯৯৬ শেখ আব্দুল হামিদ ইউএমএফ ১৯৯৬-০১
১৯৯১ দিলদার রেজা আইএনসি ১৯৯১-৯৬
১৯৮৫ শেখ আব্দুল হামিদ স্বতন্ত্র ১৯৮৫-৯১
১৯৮৩ ইব্রাহিম আলি আইএনসি ১৯৭৮-৮৫
১৯৭৮
১৯৭২ জালাল উদ্দিন ১৯৭২-৭৮
১৯৬৭ জে. আহমেদ স্বতন্ত্র ১৯৬৭-৭২

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০২১ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : বাঘবড়[৫]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস শেরমান আলী আহমেদ ৭৯,৩৫৭ ৫২.৪৬% -৫.১১
গণতান্ত্রিক মোর্চা রাজীব আহমেদ ৬৫,৪১৫ ৪৩.২৪% +১৯.৯৭
বিজেপি হাসিনারা খাতুন ৩,০৩৮ ২.০১% +০.৯০
স্বতন্ত্র আফিল উদ্দিন তালুকদার ৪৮৭ ০.৩২% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ২,৯৭৯
জয়ের ব্যবধান ১৩,৯৪২ ৯.২২% -২৪.৮৮
ভোটার উপস্থিতি ১,৫১,২৭৬ ৯১.১৮% +৩.৩১
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

২০১৬ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : বাঘবড়
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস শেরমান আলী আহমেদ ৭৩,৩৪০ ৫৭.৫৭
গণতান্ত্রিক মোর্চা শেখ আব্দুল হামিদ ২৯,৯০৭ ২৩.৪৭
স্বতন্ত্র রাজীব আহমেদ ১৮,৩৫৭ ১৪.৪১
বিজেপি মোঃ আবদুল বারিক ১,৪১৮ ১.১১
জেসিপিবিভি আলতাফ হোসেন ১,০২২ ০.৮০
বিআরপি জামাল উদ্দিন ৮৬৮ ০.৬৪
স্বতন্ত্র জাহিদুল ইসলাম ৬৪২ ০.৫০
ভারতের রিপাবলিকান পার্টি রেজাউল করিম ৪৩৫ ০.৩৪
তৃণমূল আলি আসগর ৪১১ ০.৩২
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৯৭৪ ০.৭৬
সংখ্যাগরিষ্ঠতা ৪৩,৪৩৩ ৩৪.১০
ভোটার উপস্থিতি ১,২৭,৩৭৪ ৮৭.৮৭
গণতান্ত্রিক মোর্চা থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About baghbar constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/baghbar-election-result-s03a045/
  4. "List of Wiining MLA's from Patharkandi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।