বাকেরগঞ্জ পৌরসভা
বাকেরগঞ্জ পৌরসভা বাংলাদেশের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার স্থানীয় সরকার সংস্থা। ১৯৯০ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি ক শ্রেণীর পৌরসভা এবং বরিশাল-৬ আসনের অন্তর্গত নির্বাচনী এলাকা। [১]
বাকেরগঞ্জ পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
![]() বাকেরগঞ্জ পৌরসভা লোগো | |
ধরন | |
ধরন | |
ইতিহাস | |
শুরু | ১৯৯০ |
পূর্বসূরী | নাসরীন জাহান রত্না |
নতুন অধিবেশন শুরু | ১০ জানুয়ারি, ২০১৬ |
নেতৃত্ব | |
মেয়র | মোঃ লোকমান হোসেন ডাকুয়া, বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন | |
প্রত্যক্ষ ভোটদান | |
সর্বশেষ নির্বাচন | ২০১৫ |
সভাস্থল | |
বাকেরগঞ্জ পৌরসভা কার্যালয় | |
ওয়েবসাইট | |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ইতিহাসসম্পাদনা
১৯৯০ সালে বাকেরগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। [২] এ পৌরসভায় ৫০ কিলোমিটার সড়কের মধ্যে ৪০ কিলোমিটার সড়ক পাকা এবং ১০ কিলোমিটার সড়ক কাঁচা।
প্রশাসনিক অবকাঠামোসম্পাদনা
বাকেরগঞ্জ পৌরসভার আয়তন ৬.২৫ বর্গ কিলোমিটার। এর উত্তরে বাকেরগঞ্জ উপজেলার অন্তর্গত রঙ্গশ্রী ইউনিয়ন, পূর্বে কলসকাঠী, দক্ষিণে ভরপাশা এবং পশ্চিমে রঙ্গশ্রী ও গারুড়িয়া ইউনিয়ন অবস্থিত। ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। [৩] এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বাকেরগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৪নং নির্বাচনী এলাকা বরিশাল-৬ এর অংশ।
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাকেরগঞ্জ পৌরসভার মোট জনসংখ্যা ১৫,৪১৮ জন। এর মধ্যে পুরুষ ৭,৬৪৪ জন এবং মহিলা ৭,৭৭৪ জন। মোট পরিবার ৩,৩৯৫টি।[৪]
শিক্ষাসম্পাদনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাকেরগঞ্জ পৌরসভার সাক্ষরতার হার ৭৬.৭%।[৪]
চেয়ারম্যান ও মেয়রগণের তালিকাসম্পাদনা
- মাহবুব আলম
- নাসরীন জাহান রত্না
- মো: লোকমান হোসেন ডাকুয়া
উল্লেখযোগ্য স্থান ও স্থাপনাসম্পাদনা
- কলসকাঠী জমিদার বাড়ি
- পাদ্রিশিবপুর গির্জা
- চরামদ্দী মুঙ্গাখাঁন জামে মসজিদ
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "এক নজরে বাকেরগঞ্জ পৌরসভা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩১ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৫।
- ↑ "বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটযুদ্ধে লড়ছেন ৫ মেয়র প্রার্থী"। দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাকেরগঞ্জ পৌরসভা ওয়ার্ড সমূহ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩১ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৫।
- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।