বাকপাল
বাকপাল দ্বিতীয় পাল সম্রাট ধর্মপালের ভ্রাতা ছিলেন।
সংক্ষিপ্ত পরিচিতি
সম্পাদনাভাগলপুরে আবিষ্কৃত নারায়ণপালের তাম্রশাসন থেকে জানা যায় যে, বাকপাল জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মপালের শাসনাধীনে থেকে পাল সাম্রাজ্য শত্রুমুক্ত করেছিলেন।[n ১] রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই তাম্রশাসন বিশ্লেষণ করে মত দিয়েছেন, যে তার জয়পাল নামক এক পুত্র ছিল।[২]:১৩৪, ১৩৫
পাদটীকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ভাগলপুরের আবিষ্কৃত নারায়ণপালের তাম্রশাসন, চতুর্থ শ্লোক, গৌড়লেখমালা, পৃ ৫৭
- ↑ রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বাঙ্গালার ইতিহাস, প্রকাশক- দে’জ পাবলিশিং, ১৩, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা-৭৩, প্রথম দে’জ অখণ্ড সংস্করণ, জানুয়ারী, ২০০৮, আইএসবিএন ৯৭৮-৮১-২৯৫-০৭৯১-৪